সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন

পাবনায় আদালতের নিষেধাজ্ঞা থাকাকালে জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

মোবারক বিশ্বাস পাবনা
  • আপডেট সময় বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

পাবনায় আদালতে বিচারাধীন মামলা ও জমির উপর আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও পাকা স্থাপনা নির্মানের অভিযোগ উঠেছে সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইটের বিরুদ্ধে। মামলার কাগজ ও অভিযোগকারীর তথ্যমতে, পাবনা পৌরসভার দক্ষিণ রাঘবপুর মৌজার ১৫২৯ ও ১৫৩০ দাগের জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে পাবনা জেলা জজ ১ম আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন, দক্ষিনরাঘবপুরের মৃত মুন্তাজ আলী সরদারের ছেলে এস.এম ওবায়দুল্লাহ। মামলা নং-৫০০/২০২০। বিবাদীরা হলেন, যথাক্রমে মৃত আসাদুল ইসলাম রতনের ছেলে মোঃ আমিরুল ইসলাম ছোট ও একই এলাকার হাজি হাবিবুর রহমান খানের স্ত্রী মোঃ রওশন আরা খাতুন। ভুক্তভোগী এস.এম ওবায়দুল্লার ভাই ব্যবসায়ী রইস উদ্দিন জানান, পৌরসভার অন্তগত দক্ষিণ রাঘবপুর মৌজার (মহিষের ডিপু মোড়ের ঢাকা রোডের পাশে) বায়নাকৃত রেজিস্ট্রার দলিল মূলে সোয়া তিন কাঠা জমি রয়েছে। উক্ত জমির মালিকানা দাবী করে মৃত হবিবর রহমানের ছেলে স্থানীয় প্রভাবশালী ব্যাক্তি সাবেক ছাত্রদল নেতা তসলিম হাসান খান সুইট এর মা স্ত্রী মোঃ রওশন আরা খাতুন। আমাদের সাথে বিবাদ সৃষ্টি করলে জমির মালিক মৃত আসাদুল ইসলাম রতনের ছেলে মোঃ আমিরুল ইসলাম ছোট ও একই এলাকার হাজি হাবিবুর রহমান খানের স্ত্রী মোঃ রওশন আরা খাতুনের নামে আদালতে মামলা দায়ের করে আমার ছোট ভাই এস.এম ওবায়দুল্লাহ। বর্তমান সময়ে আওয়ামীলীগ সরকারের পতন হলে, সাবেক ছাত্রদল নেতা তসলিম হাসান সুইট আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধকৃত সম্পত্তিতে জোর পুর্বক পাকা স্থাপনা তৈরী শুরু করেন। বিচারাধিন মামলা ও গত ০৬/০৮/২০২৪ ইং তারিখে আদালতের দেয়া নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে একদল দুর্বৃত্তকে সাথে নিয়ে তসলিম হাসান খান সুইট উক্ত জমি জবর দখল করে পাকা ঘর নির্মান কাজ শুরু করছেন। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে প্রাণনাশের হুমকী দেয়া হয়। আমি পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এসময় তিনি, বিচারাধিন জমির উপর নির্মান কাজ বন্ধ এবং উক্ত জমির উপর নিষেধাজ্ঞা (স্থিতাবস্থা) জারির আদেশ বাস্তবায়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে জমির মুল মালিক সাবিরুল ইসলাম বলেন, আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞা থাকায় বিরোধকৃত জমিতে পাকা নির্মান কাজ শুরু করা ঠিক হয়নি। এদিক তসলিম হাসান সুইট বলেন, রেজিষ্ট্রিমুলে কেনা আমাদের জমির উপর পাকা ঘর নির্মান করছি। জমির বিরুদ্ধে মামলা রয়েছে বলে তিনি স্বীকার করেন। এরপরেও জমির উপর নির্মান কাজ অব্যাহত রেখেছেন। ঘটনার বিষয়ে মতামত জানতে চাইলে পাবনা জজকোটে আইনজীবি এ্যাডভোকেট আবদুর রউফ প্রাং জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকলে, সেই জমিতে কোন নির্মান কাজ করা হলে, সেটা আদালত অবমাননার শামিল বলে গণ্য হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com