বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন

সীমান্ত দিয়ে ভারত যেতে চাওয়ার বিষয়টি ছিল সাজানো নাটক: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

‘সীমান্ত দিয়ে ভারত যেতে চাওয়ার বিষয়টি ছিল সাজানো নাটক ছিল। একটি চক্র পরিকল্পিতভাবে যে সরকার পতিত হয়েছে তাদের হয়ে বিভিন্ন নাটক সাজিয়ে এগুলো প্রচার করেছে। কয়েকদিন আগে বালিয়াডাঙ্গী দিয়ে ৩০০ থেকে ৪০০ মানুষ চলে যাচ্ছে প্রচার হলো। তারা এক সঙ্গে জড়ো হয়েছিল। প্রশাসনের কাছ থেকে বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে পরিষ্কার জানা গেছে যে, এটা স্টেজ ড্রামা, একটা নাটক।’ গতকাল বুধবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, যারা সীমান্ত দিয়ে চলে যাওয়ার জন্য জড়ো হয়েছিল তারা সবাই খালি, তাদের সঙ্গে স্ত্রী-কন্যা-সন্তান কেউ নেই। তারা গিয়ে বলছে যে তারা চলে যাচ্ছে। এটা একটি নাটক করা এবং ওই পারে একটি ধারণা দেওয়া যে, তারা এখানে নির্যাতিত হচ্ছে, তারা এই দেশে থাকতে পারবে না। যেই ধোয়া তোলা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে সাজানো এবং নাটক। আপনারা দেখেছেন যে আমাদের দল থেকে এসব ঘটনাকে প্রতিহত করার জন্য জেলার নেতাকর্মীরা ছুটে বেরিয়েছেন। আমাদের সুস্পষ্ট নির্দেশনা আছে। যদি প্রমাণ করা যায় এখানে আমাদের দলের কোনো লোকজন জড়িত আছে, আমি ডিসি সাহেবকে বলেছি এসপিকে বলেছি আপনারা ব্যবস্থা নেবেন। আমাদের পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে আমরাও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। ইতোমধ্যেই আমাদের এখানে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা দায়িত্বশীল নাগরিক হিসেবে মিথ্যা নিউজ যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। তাদের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যেন আপনাদেরকে ব্যবহার করতে না পারে, মানুষকে যেন ব্যবহার করতে না পারে।
তিনি আরও বলেন, আমি সনাতন ধর্মের মানুষ আছেন তাদের অনুরোধ করব আপনারা গুজবে কান দেবেন না, ভুল তথ্য ছড়াবেন না, প্রভাবিত হবেন না।আমরা সবসময় আপনাদের পাশে আছি। এখানে যেন সৌহার্দ্য বিনষ্ট না হয়। কোনো ধরনের বিশৃঙ্খল যেন না হয় সেই দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব আমরা নিয়েছি। আপনাদের এবং সারা দেশবাসীর সাংবাদিকদের কাছে অনুরোধ, আপনারা সহযোগিতা করবেন। বর্তমান সরকারকে আপনারা সবাই সহযোগিতা করবেন।
এই মত বিনিময় সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও সদর উপজেলার বিএনপির সভাপতি আব্দুল হামিদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মোহাম্মদ আবুনুর, জেলা বিএনপির ছাত্রদলের সভাপতি মো. কায়েসসহ জেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com