বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ আগস্ট শুক্রবার বাদ আছর জামালপুর জেলার মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মেলান্দহ উপজেলা ও পৌর বিএনপি’র দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক ও মেলান্দহ -মাদারগঞ্জের প্রাণ প্রিয় জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তাঁর জন্য দোয়া করি মহান আল্লাহ পাক যেন তাঁকে দূত সুস্থতা দান করেন এবং তার উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বিদেশে পাঠানো হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র -জনতা আন্দোলনের শহীদের আত্মার মাগফিরাত কামনা ও শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদ ছাত্রদের রক্ত বৃথা যেতে পারে না। তারা এদেশকে নতুন করে স্বাধীনতা অর্জন করেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদারের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক সফল কয়েকবারের চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু, হাজরাবাড়ী পৌর বিএনপির সদস্য সচিব শাহ তালাদ মাহমুদ, উপজেলা কৃষক দলের আহবায়ক মতিউর রহমান বাবুল, যুগ্ম আহবায়ক শাহ জমাল মেম্বার, উপজেলা শ্রমিক দলের সভাপতি সোলাইমান কাউন্সিলর, উপজেলা যুবদলের আহবায়ক মনোয়ার হোসেন মনু, ছাত্র দলের আহবায়ক মনিরুজ্জামান শিপলু ফকির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মুন্জুরুল কবীর মুঞ্জ।