বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন

চট্টগ্রামের রাউজানে মানববন্ধন

মুহাম্মদ নাজিম উদ্দীন মিঞাজী (রাউজান) চট্টগ্রাম
  • আপডেট সময় শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

চট্টগ্রামের রাউজানে মহাশ্মশান ভাংচুরের ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতির ভংগের অভিযোগের চেষ্টায় দুই ভাইয়ের বিরুদ্ধে মহাশ্মশান ভাংচুরের অভিযোগ উঠেছে, এলাকার সূত্রে জানাযায় সর্ত্তা গহিরা পল্লী মঙ্গল সমিতির মহাশ্মশান ভাঙচুরের ঘটনায় রাউজান থানায় লিখিত অভিযোগ করেন সর্ত্তা গহিরা পল্লী মঙ্গল সমিতির নেতৃবৃন্দ। রাতের অন্ধকারে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের বড়পুল এলাকায় স্থানীয় নুপুর দত্ত ও তার ভাই বাদল দত্ত ভাঙচুর করে জায়গা দখলের চেষ্টায় মহাশ্মশান ভাংচুরের ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চেষ্টা করেছে বলে দাবি সংশ্লিষ্টদের। ১৬ আগষ্ট শুক্রবার বিকেলে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন রাউজান থানার ডিউটি অফিসার মনিতোষ চাকমা। এর আগে সকালে শ্মশান সংলগ্ন সড়কের পাশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। শ্মশান ভাঙচুরে জড়িত নুপুর দত্ত ও তার ভাই বাদল দত্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দা সদীপ দে বলেন, ‘আমাদের প্রাচীন মহা শ্মশানটি দীর্ঘদিন ধরে নুপুর দত্ত ও বাদল দত্তের দখলে নিয়েছিল। গত কয়েকমাস আগে স্থানীয়দের সহযোগিতায় সর্ত্তা গহিরা পল্লী মঙ্গল সমিতির মহাশ্মশানে দাহ করার জন্য পাকা স্থাপনা নির্মাণ করে। রাতে অন্ধকারে ভেঙে দিয়েছে নুপুর দত্ত ও তার ভাই বাদল দত্ত। আমরা তাদের শাস্তি দাবি করছি।’ সর্ত্তা গহিরা পল্লী মঙ্গল সমিতির সভাপতি ডাক্তার উত্তম পালিত বলেন, ‘আমাদের এলাকার চিহ্নিত ভূমিদস্যু নুপুর দত্ত ও তার ভাই বাদল দত্ত মিলে আমাদের শ্মশান ভাঙচুর করেছে। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আজ আমরা মানববন্ধন কর্মসূচী পালন করেছি, নুপুর দত্ত ও বাদল দত্ত কে মুঠোফোনে একাধিকার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি, সূত্র জানিয়েছে, শ্মশান ভাঙচুরের পর থেকে তারা দুই ভাই পলাতক রয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com