বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

গাজীপুর সদরে ওয়ারিশি সম্পত্তি দখলের পাঁয়তারা : ডিসি অফিসে লিখিত অভিযোগ

হান্নান শাকুর গাজীপুর
  • আপডেট সময় শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে এক নিরীহ পরিবারের ওয়ারিশি সম্পত্তি দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণের পাঁয়তারা করছে এনার্জিপ্যাক লিমিটেড নামে একটি কোম্পানি। এই ব্যাপারে ভূমির মালিক আমেনা বেগম গাজীপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনিয়নের বোকরান মনিপুর মৌজার এস.এ খতিয়ান নং ১৭৭ এস.এ দাগ নং-২৪২, ২৫১ এর আর.এস খতিয়ান নং-১১৭ আর.এস দাগ নং-৬৯২, ৬৯৪, ৬৯৬ থেকে দুইটি খারিজে সর্বমোট ৩০১ শতাংশ সম্পত্তি ওয়ারিশি সূত্রে আমেনা বেগমগং মালিক হয়। বিগত ১৬/০৯/২০১৯ ইং তারিখে নামজারী জমাভাগ নথি নং-৬১/১৯-২০ মূলে খারিজ করে যার আর.এস জোত নং ৩৫৬৭ ও বিগত ১০-০২-২০২০ ইং তারিখে নামজারী জমাভাগ নথি নং- ৭৫৩৬/১৯-২০ এর আর.এস জোত নং-৩৬৩৪ মূলে ৩০১ শতাংশ ভূমি দীর্ঘদিন থেকে দখল করে আসছিল। কিন্তু এনার্জিপ্যাক কোম্পানি বাউন্ডারি ওয়াল তৈরি করার পাঁয়তারা শুরু করে। এনার্জিপ্যাক ফ্যাশন লিমিটেড পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক চৌধুরী , পিতা: মৃত মোজাম্মেল হক চৌধুরী কর্পোরেট অফিস- ৭৯, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও, শি/এ, ঢাকা-১২০৮ ও এনার্জিপ্যাক ইলেক্ট্রনিক্স লিমিটেড পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রবিউল আলম, হেড অফিস, নভো টাওয়ার, ২৭০, তেজগাঁও শি/এ, থানা-তেজগাঁও, শিল্পাঞ্চল, ঢাকা-১২০৮ এবং মাসুদ আহমেদ, পিতা-আমিরুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক (এ্যাসেট) এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ঠিকানা: বাসা/হোল্ডিং- গাপস, গ্রাম/রাস্তা-পশ্চিম ধীরাশ্রম, গাজীপুর সদর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুরগন দেশের ক্রান্তিকালে অরাজকতার সুযোগ নিয়ে ওয়ারিশি সম্পত্তি দখলের সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করে। তাই ওয়ারিশগণ উক্ত সম্পত্তিতে বাউন্ডারি ওয়াল নিমার্ণ না করার জন্য বিহীত ব্যবস্থা করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন। আমেনা বেগম বলেন, উক্ত সম্পত্তি তার পৈত্রিক সম্পত্তি। সে ওয়ারিশি সূত্রে মালিক হয়ে ভোগদখল করে আসছিল। কিন্তু এনার্জিপ্যাক কোম্পানি জোরপূর্বক তার সম্পত্তির উপর বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করছে বলে অভিযোগ করেন। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায় নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com