শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন

পরিচালকের অফিসে যেতে কেন ভয় পাচ্ছেন শাম্মী

বিনোদন:
  • আপডেট সময় রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

শিল্পী-কলাকুশলীদের পারিশ্রমিক আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে ঢালিউডের পরিচালক অনন্য মামুনের বিরুদ্ধে। শুধু তাই নয়, পারিশ্রমিক আটকে রাখার সুবিধা নিতে তিনি বেশিরভাগ শিল্পীর সঙ্গে কোনো চুক্তিও করেন না বলে জানিয়েছেন অভিযোগকারীরা। পারিশ্রমিক না মেটানোয় সম্প্রতি ফেসবুকে প্রতিবাদ করেছিলেন অভিনেত্রী এলিনা শাম্মী। এরপর টাকা বুঝে নিতে তাকে ডাকা হয় পরিচালকের অফিসে। এখন সেখানে যেতে ভয় পাচ্ছেন তিনি। কেন? ঘটনার সূত্রপাত অন্য কোথাও। কিন্তু সেসব বিস্ফোরিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নানা ইস্যুতে ফেসবুকে নীতিবাক্য পোস্ট করেছিলেন অনন্য মামুন। সেটা দেখে সহ্য করতে পারেননি এলিনা শাম্মী। তার মনে হয়েছে – শিল্পীসম্মানী আটকে রাখার মতো অনৈতিক কাজ যে করতে পারে, ফেসবুকে সে নীতিকথার ফুলকি ছড়াতে পারে না!
গত বুধবার রাতে নাম প্রকাশ না করে একজন নির্মাতার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ করেন শাম্মী। তিনি লিখেছিলেন, ‘যে নির্মাতা সাবেক সরকারের আমলে দালালি, চাটুকারিতা, তোষামোদি করে টিকে থেকেছে, শিল্পীদের দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি, তার মুখে নীতিবাক্য মানায় না।’ নাম উল্লেখ না করলেও নির্মাতাকে ‘চাটুকার’, ‘দালাল’ বলে ভর্ৎসনা করে তাকে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছিলেন এই অভিনেত্রী। ওই রাতেই অনন্য মামুন ফেসবুকে লেখেন, ‘একজন অদক্ষ অভিনেতা আমার সিনেমায় কাজ না করতে পেরে এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত। টিজারে নিজের মুখটা না দেখতে পারাই কি কষ্ট?’
‘দরদ’ সিনেমার শুটিং করতে ভারতে গিয়েছিলেন এলিনা শাম্মী। সেখানে ১৯ দিন শুটিং করার বিপরীতে পরিচালক তাকে পারিশ্রমিক হিসেবে দিয়েছেন মাত্র ১৬ হাজার টাকা। বাকি টাকা চাইলে নানান সমস্যার কথা বলে এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। জাগো নিউজকে শাম্মী বলেন, ‘এবারই প্রথম নয়, এর আগে “রেডিও” সিনেমাতেও তিনি আমাকে কোনো পারিশ্রমিক দেননি। কয়েক বছর আগে মুক্তি পাওয়া “কসাই” সিনেমার সব পারিশ্রমিক এখনও বুঝে পাইনি। আর শুধু আমিই নই, বহু শিল্পী ও কলাকুশলী তার কাছে টাকা পাবেন। টাকা নিয়ে তিনি এ রকম করবেন বলে বেশিরভাগ শিল্পীর সঙ্গে চুক্তিই করেন না।’
ফেসবুকে এসব নিয়ে লেখার পর শাম্মীকে নিয়েও পোস্ট দিয়েছেন মামুন। তিনি লিখেছেন, ‘টিজারে আমি নেই কেন? “দরদ”-এর পোস্টারে আমার ছবি নেই কেন? আমাকে কেন দুবাই-এর শোতে নিলেন না? সেই কেন-এর উত্তর আমার নেই বলেই আমি আজ খারাপ হয়ে গেলাম। আর যেহেতু টিজার পোস্টারে নেই, তাহলে জাতি কীভাবে জানবে উনি “দরদ” সিনেমায় অভিনয় করেছে? সেটার সহজ উপায় হলো অভিযোগ করা। আপনাকে আমি আমার সহকারি সঙ্গে কথা বলে অফিসে আসতে বলেছি ২০ তারিখে, আপনি সেটা করলেন না।’
পারিশ্রমিকের টাকা নিতে কেন অফিসে গেলেন না? এমন প্রশ্নে জাগো নিউজকে শাম্মী বলেন, ‘যে ঘটনা ঘটে গেল, এরপর তার অফিসে যাওয়াটা আমি নিরাপদ মনে করছি না। আমাকে কয়েকজন ফোন করে বলেছে, “কাজটা বোধহয় ঠিক করোনি, এখন তোমার বিরুদ্ধে কুৎসা রটানো হতে পারে।” আমি কুৎসার ভয় পাই না। আমি নিজের যোগ্যতায় কাজ পেয়েছি।’
তাহলে পাওনা টাকা কীভাবে নেবেন? জানতে চাইলে শাম্মী বলেন, ‘তার কাছে বহু লোক টাকা পায়। তাদের নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ করেছি। সবাইকে নিয়ে একসঙ্গে যাব।’ এতদিন এসব বলেননি কেন? এমন প্রশ্নে শাম্মী বলেন, ‘এতদিন “দরদ” সিনেমার জন্য কোনো কথা বলিনি। ভেবেছি কথা বললে সিনেমার ক্ষতি হবে। এ ছাড়া অনন্য মামুনকে আমি নিজের ভাইয়ের মতো মনে করি। সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি আমাকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন। উল্টো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমি নাকি অদক্ষ অভিনেতা। অথচ আমি কখনই লবিং করে কাজ করিনি।’ টিজারে দেখা যায়নি সেই রাগেই নাকি আপনি এসব অভিযোগ করেছেন? এ প্রসঙ্গে শাম্মী বলেন, ‘হ্যাঁ, আমি কষ্ট পেয়েছি। আমি গুরুত্বহীন কোনো চরিত্রে অভিনয় করিনি যে আমাকে রাখা যাবে না। আমি তো নায়িকা নই, চরিত্রাভিনেতা। আমার তো কাজ দিয়েই এগিয়ে যেতে হয়।’
অভিযোগের উত্তর জানতে যোগাযোগ করা হলে ফোনে অনন্য মামুনকে পাওয়া যায়নি। তবে ভারত থেকে অনেক প্রশ্নের জবাব তিনি দিয়েছেন ফেসবুকে। মামুন জানান, ‘তিনি মাত্র ৫ দিন কাজ করেছেন। আমি ওনাকে বলেছিলাম, আপনার শুটিং কিন্তু ৫ দিন। তিনি বললেন “না মামুন ভাই পুরো শুটিংটাই আমি থাকতে চাই। নতুন কিছু শিখবো।” এক শিল্পীকে হোটেল ভাড়া দিয়ে ১৯ দিন রাখতে কত টাকা খরচ হয়, সেটা আপনারা জানেন।’ অতীতের পারিশ্রমিক প্রসঙ্গে মামুন বলেন, ‘যদি টাকা না পেয়ে থাকেন, তাহলে পরে কেন তিনি কাজ করলেন? মানুষ ভুল একবার করে, বারবার কেন?’
এদিকে সেপ্টেম্বর মাসে শাকিব খান অভিনীত ‘দরদ’ ছবিটি মুক্তির ঘোষণা দিয়েছেন অনন্য মামুন। যদিও এর আগেও তিনি বেশ কয়েকবার ছবিটি মুক্তির ঘোষণা দিয়ে তা প্রত্যাহার করেছেন। অনেকেই মনে করছেন, ঈদ বা কোনো উৎসব ছাড়া ছবি মুক্তি দিলে ভরাডুবির সম্ভাবনা রয়েছে। এমনকি তাতে শাকিব খানের ইমেজের ক্ষতি হতে পারে। ‘দরদ’ ছবিতে কাজ করেছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান।
‘দরদ’-এর অন্যতম অভিনেত্রী এলিনা শাম্মী টিভি নাটকে নিয়মিত অভিনয় করেন। এ ছাড়া প্রিয়তমা, কাজগ, মুখোশ ও সর্বশেষ ছায়াবৃক্ষ ছবিতে দেখা গেছে তাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীচিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে খালেদা জিয়ার ভূমিকায় দেখা গেছে তাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com