শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

শিক্ষায় বেহাল অবস্থা চলছে: শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

দেশে শিক্ষায় বেহাল অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
দায়িত্ব পাওয়ার পর গতকাল রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের ৪০টির বেশি বিশ্ববিদ্যালয়গুলো অভিভাবক শূন্য। সেগুলো যত দ্রুত সম্ভব চালু করতে হবে। এটা আমাদের জন্য একটা সুযোগও। আমরা চাইবো সত্যিকারের শিক্ষানুরাগী, যোগ্য ব্যক্তি যাতে আসে। এখানে এতদিন ধরে বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। উপদেষ্টা বলেন, শিক্ষক-ছাত্র সম্পর্ক এটাও রাজনীতিকীরণ, দলীয়করণ করা হয়েছে। এখানে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের সম্পর্কের অবনতি হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com