সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

জালিমের পরিণতি যুগে যুগে

সাকী মাহবুব
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

জালিম শব্দটি আরবি। যার আভিধানিক অর্থ অত্যাচার করা, উৎপীড়ন করা, নিপীড়ন
করা, নির্যাতন করা, দুর্ব্যবহার করা ইত্যাদি। পরিভাষায় যেসব মানুষ কারো প্রতি
অত্যাচার, উৎপীড়ন, নিপীড়ন, নির্যাতন এবং দুর্ব্যবহার করে তাকে জালিম বলা হয়।
যুগে যুগে জালিমের পরিণতি : ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, যুগে যুগে
যারা পৃথিবীতে জুলুম নির্যাতন করেছে তাদের অবস্থা হয়েছে ভয়াবহ। মানব
ইতিহাসে সর্বপ্রথম সবচেয়ে বড় জুলুমটি করেছিল আদম আ:-এর ছেলে কাবিল।
নিজের কুরবানি আল্লাহর কাছে কবুল না হওয়ায় জিদ ও একগুঁয়েমির বশবর্তী হয়ে
বড় ভাই হাবিলকে হত্যা করেছিল। আল্লাহ তায়ালা তাকে নিঃসঙ্গত ও পেরেশানির
শাস্তি দিয়েছিলেন। আর পরকালের জন্য তো জাহান্নামের শাস্তি নির্ধারণ করেই
রেখেছেন। (সূরা মায়েদা-৩১) নমরুদ জুলুম করেছিল হজরত ইবরাহিম আ:-এর ওপর।
নিজেকে খোদা দাবি করে চরম ধৃষ্টতা দেখিয়েছিল। তার কথা অমান্য করার কারণে
হজরত ইবরাহিম আ:-কে আগুনে নিক্ষেপ করেছিল। আল্লাহ তায়ালা তাকে লোকবলসহ
সামান্য মশা দ্বারা ধ্বংস করেন। পরকালে তো শাস্তি আছেই।
আরেক নাফরমান ও চরম অবাধ্য ছিল ফেরাউন। সেও নিজেকে খোদা দাবি করেছিল।
নিজের ক্ষমতা টেকাতে বনি ইসরাইলের লাখ লাখ শিশুকে হত্যা করেছিল। অবশেষে
মুসা আ:-এর সঙ্গে বেয়াদবি করে দরিয়ায় ডুবে মৃত্যুবরণ করেছিল। ইরশাদ
হয়েছে, ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায়ভাবে অহমিকা দেখিয়েছিল। তারা
মনে করেছিল তাদের আমার কাছে ফিরে আসতে হবে না। সুতরাং আমি তাকে ও তার
সৈন্যদের পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো জালিমের পরিণতি
কেমন হয়। (সূরা কাসাস-৩৯-৪০) অন্য আয়াতে এসেছে, আজ আমি তোমার
দেহটি রক্ষা করব। যাতে তুমি তোমার পরবর্তী কালের মানুষের জন্য নিদর্শন হয়ে
থাকো। কেননা আমার নিদর্শন সম্পর্কে বহু লোক গাফেল হয়ে থাকে। (সূরা
ইউনুস : ৯২) আজও তার মমি মিসরের জাদুঘরে সংরক্ষিত আছে। পরকালেও তার জন্য
অপেক্ষা করছে জাহান্নামের আগুন। বিশ্বনবী সা:-এর যুগের প্রসিদ্ধ জালিম আবু
জাহেল, আবু লাহাব,উৎবা, শায়বাদের শোচনীয় পরিণতির কথা সবারই জানা। শুধু
ব্যক্তি নয়, অতীতে কওমে নুহ, কওমে আদ, কওমে সামুদ, কওমে লুৎসহ বহু জাতিকে
আল্লাহ তায়ালা ধ্বংস করেছেন জুলুম ও সীমালঙ্ঘনের কারণে। বিজ্ঞানময় কুরআনুল
কারিমে ইরশাদ হয়েছে, অবশ্যই আমি তোমাদের আগে বহু জাতিকে ধ্বংস
করেছি, যখন তারা জুলুমে লিপ্ত ছিল। (সূরা ইউনুস : ৯৩)। লেখক : সহকারী শিক্ষক,
নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com