বগুড়ায় সুজনের উদ্যোগে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গনতান্ত্রিক- অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি সংগঠনের সিনিয়র সহ সভাপতি ড.আশফাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের সাতমাথায় উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সুজন সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ সালামত উল্লা, সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, সহ সভাপতি রঞ্জনা খাতুন, সহ সাধারণ সম্পাদক আ: লতিফ,সেলিম রেজা সানু, সাংগঠনিক সম্পাদক মমিনুর রশিদ সাইন, কার্যকরী সদস্য কোহিনূর খানম, রফিকুল ইসলাম, অনন্ত সেলিম, মিজানুর রহমান মিঠু, সুজন শাজাহানপুর উপজেলা কমিটির সভাপতি সাজেদুর রহমান সবুজ, সহ সভাপতি মেজবাউল আলম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, নন্দীগ্রাম উপজেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আঃ শুকুর,সারিকান্দি উপজেলা সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সুজন শিবগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আ: ওয়াদুদ প্রমূখ। সাইফুল ইসলাম লেবুর সঞ্চালনায় মানববন্ধনে আরোও উপস্থিত ছিলেন সুজন সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির কোষাধ্যক্ষ নুর হাবিব,জেলা সমন্বয়কারী আলমাস আলী খান, রফিকুল ইসলাম, শফিকুর রহমান, মাহবুবুর রহমান চপল, হাবিবা নাসরিনসহ জেলা ও উপজেলা সুজনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আওয়ামী স্বৈরা শাসনের অবসান ঘটেছে এবং অন্তর্র্বতীকালীন সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে। শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্যে দিয়ে শুধু সরকার পরিবর্তন চায়নি, চেয়েছে রাষ্ট্র সংস্কার। আর সুজন দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংস্কারের দাবিতে আন্দোলন করে আসছে। ছাত্র জনতার আন্দোলনে সকল শহিদদের আত্মদান কেউ যাতে বিভিন্ন খাতে ব্যবহার করতে না পারে এজন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।