বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

মরহুম শেখ মুজিবুর রহমানকে কবর থেকে তুলে দ্বিতীয়বার কবর দিয়েছে শেখ হাসিনা-জহির উদ্দিন স্বপন

শামীম আহমেদ বরিশাল
  • আপডেট সময় সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, ষড়যন্ত্রকারীরা বসে নাই। তারা ষড়যন্ত্র করার জন্য এখনো বসে আছে। তারা আমাদের মধ্যে সাস্প্রদায়িক বিবেদ তৈরি করতে চায়। তারা রাতের অন্ধকারে মন্দির, মসজিদ আক্রমন করে হিন্দু-মুসলমানদের মধ্যে বিরোধ তৈরি করতে চায়। আপনারা প্রতিটি মন্দির ও ধর্মীয় উপসনালয়কে পাহারা দিবেন। (২৬) আহস্ট সোমবার দুপুরে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস “জন্মাষ্টমী” উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‌্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে সনাতন ধর্মালম্বীদের শ্রীকৃষ্ণের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, সবচেয়ে জঘন্য হচ্ছে ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করার চক্রন্তাকারীরা। যারা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খৃষ্টানদের আলাদা ভাবে ভাগ করতে চায় তারা হলো মানবতার শত্রু। নিজদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে করে সাবেক এ সংসদ সদস্য বলেন, আমার দলের মধ্যে যারা ভুলভ্রান্তি পদক্ষেপ নেয়। তাদেরকে সতর্ক করে বলতে চাই বিগত ১৫ বছরে আওয়ামী লীগের ভুলের কারনে আজ তাদের করুন পরিণতি ভোগ করতে হয়েছে। শেখ হাসিনার ভুলের কারনে আওয়ামী লীগ শুধু নিজেই ডুবে নাই। মরহুম শেখ মুজিবুর রহমানকে কবর থেকে তুলে দ্বিতীয়বার কবর দিয়েছে শেখ হাসিনা। আমাদের কোন ভুলের কারনে যদি জনগনের আশা-আকাঙ্খা ক্ষতিগ্রস্থ হয় বিএনপি’র কর্মী হলেও তাকে ছাড় দেওয়া হবেনা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র সদস্য ফরিদ মিয়া, বিএনপি নেতা দুলাল রায় দুলু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সফিকুর রহমান শরীফ স্বপন সহ অন্যান্যরা। পরে থানার সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে সনাতন ধর্মের সহ¯্রাধিক অনুসারীরা অংশগ্রহন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com