শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন

রাজবাড়ীতে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

“হিংসা আর সংঘাত নয় বৈষম্যহীন স্বাধীন গনমাধ্যম চাই” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন কর্মসুচী পালন করেছে রাজবাড়ী জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। সোমবার (২৬ আগস্ট) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকায় বিভিন্ন জেলায় গনমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। এ সময় দৈনিক কালের কন্ঠের গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পালের সভাপতিত্বে গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম সেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, নাগরিক টেলিভিশন ও দৈনিক যুগান্তরের রাজবাড়ী প্রতিনিধি হেলাল মাহমুদ, বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি আজু শিকদার ও প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদুল হক রায়হানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়স্ট মিডিয়া লিমিটেড, কালের কন্ঠ, বাংলাদশ প্রতিদিন কার্যালয়সহ বিভিন গনমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর যে হামলা ও ভাঙ্গচুর করা হয়েছে আমরা এর তীব্র নিদা জানান। সেই সাথে গনমাধ্যমকর্মীদের উপর হামলাকারীদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com