বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন

সাফজয়ী যুবাদের সংবর্ধনা দেবে সরকার

ক্রীড়া প্রতিবেক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ বিকেলেই ঢাকায় ফিরে আসার কথা তাদের। বাংলাদেশের চ্যাম্পিয়ন দলটিকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্র্বতীকালীন সরকার।
গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে যমুনার গেটে সাংবাদিকদের ব্রিফ করেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেখানেই তিনি জানিয়েছেন, অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপজয়ী দলকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রসঙ্গতঃ ২৮ আগস্ট, কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বুধবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ দল। ছেলেদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা অর্জন করেছে বাংলাদেশের যুবারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com