শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলার পরামর্শ মানবাধিকার কমিশনের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় মনগড়া আসামি না দিয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা করার পরামর্শ দিয়েছেন মানবাধিকার কমিশনের পরিচালক মো. আশরাফুল আলম। গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ইলিম হোসেনের বাড়ি পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, যারা মারা গেছেন বা আহত হয়েছেন তাদের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। অযথা মনগড়া আসামি দিয়ে সাংবাদিকদের আসামি করে মামলা করলে সে মামলায় তো ফলপ্রসূ কিছু পাওয়া যাবে বলে আমি মনে করি না। কাজেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করতে হবে যাতে ভিকটিমরা ন্যায়বিচার পায় এবং দোষীরাও শাস্তির আওতায় আসে। মো. আশরাফুল আলম বলেন, মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও কমিটি করা হয়েছে। তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের ব্যাপারে আমরাও সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করতে পারব। এর আগে কমিশনের চেয়ারম্যান ইলিম হোসেনের পরিবারের সঙ্গে কথা বলেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত¡না ও ন্যায়বিচারের আশ্বাস দেন।
এসময় কমিটির সদস্যসচিব ইউশা রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ গাজী সালাউদ্দিন, এম. রবিউল ইসলাম, সুস্মিতা পাইক, গাজীপুর জজকোর্টের আইনজীবী আসাদুল্লাহ বাদল ও রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com