শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

কমলনগরে নদী খাল দখলের প্রতিবাদে মানববন্ধন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

বন্যা কবলিত এলাকা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার খাল ও নদী দখলের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর হাজিরহাট বাজারে বিজ্ঞান আন্দোলন মঞ্চ নামে একটি সংগঠন এ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে। পরে তারা সমস্যা নিরসনে রামগতি ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ করে। মানববন্ধন থেকে জানানো হয় উপজেলার পূর্ব পাশ দিয়ে বয়ে যাওয়া ভুলুয়া নদী যা সরাসরি মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। এ নদী ও কমলনগর উপজেলা সদরের হাজিরহাট বাজারের জারিরদোনা শাখা খালের সাহায্যে নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার বিস্তৃর্ণ অঞ্চল এবং কমলনগর-রামগতি উপজেলার সকল পানি মেঘনা নদীতে পতিত হয়। কিন্তু এলাকার এক শ্রেণির প্রভাবশালী মহল ভুলুয়া নদী দখলে নিয়ে বাঁধ নির্মাণ করে মাছের ঘের তৈরি করেছে। পানি উন্নয়ন বোর্ড নদীর সীমানা নির্ধারণ না করায় অনেকে নদীকে নিজের রের্কডীয় সম্পত্তি দাবী করে ঘর-বাড়ি নির্মাণ করেছে। একই ভাবে জারিরদোনা শাখা খালসহ উপজেলার সকল খাল দখল দূষণের মাধ্যমে অস্থিত্ব সংকটে ফেলে দিয়েছে। ফলে কমলনগর রামগতি উপজেলায় বর্তমানে এ কারণে মানবিক বিপর্যয় নেমে এসেছে। তাই তারা দ্রুত সময়ের মধ্যে সমস্যা নিরসনে প্রশাসনিক ব্যাবস্থা গ্রহণের দারী জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিজ্ঞান আন্দোলন মঞ্চের জেলা উপদেষ্টা এম এ মজিদ, সুপ্রিম কোটের আইনজীবি দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের ছাত্র সোহাইব হোসাইন সোহেব, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্র রণি অমিত, সংগঠনের উপজেলা সংগঠক ফিরোজ আলম, রিমন রাজু, ঈষিকা আহমেদ ও মিনহাজুল ইসলাম সায়েম প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি ডা. প্রভাকর মন্ডল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com