বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

টিএসসিতে এখন চাল-ডাল-আলু আনার আহ্বান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীদের উদ্যোগে টানা ৯ দিন ধরে চলছে গণত্রাণ সংগ্রহ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কর্মসূচির অষ্টম দিনে নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী নিয়ে ভিড় করেন সাধারণ মানুষ। উদ্দেশ্য সবাই একসঙ্গে চলমান দুর্যোগ মোকাবিলার। এখন আর কাপড়ের প্রয়োজন নেই। শুকনো খাবারের পাশাপাশি চাল, ডাল ও আলুসহ রান্নার সামগ্রী নিয়ে আসার আহ্বান তাদের। গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) ব্যক্তি উদ্যোগের পাশাপাশি ত্রাণ নিয়ে হাজির হন বিদেশিরাও। ত্রাণ সংগ্রহ করা শিক্ষার্থীরা বলছেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ সংগ্রহ চলবে। প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীদের উদ্যোগে টানা ৯ দিন ধরে চলছে গণত্রাণ সংগ্রহ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com