রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ, ‘মব জাস্টিস’ সমর্থনযোগ্য নয় : সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের যেভাবে জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে সেটি সমর্থনযোগ্য নয়। একইসাথে তিনি ‘মব জাস্টিস’ করা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। নিজের ফেসবুক আইডিতে শুক্রবার সন্ধ্যায় দেয়া এক পোস্টে সারজিস একথা বলেন।
ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক লেখেন, ‘শিক্ষক পদত্যাগের নামে সারাদেশে যা হচ্ছে, যে প্রক্রিয়ায় হচ্ছে, সেটা সমর্থনযোগ্য নয়। কেউ যদি ফ্যাসিস্টদের ক্ষমতার অপব্যবহার করে অন্য শিক্ষক বা শিক্ষার্থীদের সাথে অন্যায় করে, তাহলে নিয়মতান্ত্রিকভাবে আইনের মধ্য দিয়ে তদন্ত সাপেক্ষে তার বিচার হোক। কিন্তু আইন নিজের হাতে তুলে নেয়া, মব জাস্টিস করা কখনোই গ্রহণযোগ্য নয়।
তিনি আরো লেখেন, শিক্ষক-শিক্ষার্থীর যে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক আমাদের শিক্ষার পরিবেশকে সুন্দর করে তুলতে পারে সেই সম্পর্ক যেন তিক্ততার না হয়, দূরত্বের না হয়, ভীতির না হয়। অনেক শিক্ষার্থী হয়তো জানেই না যে তাদের ব্যবহার করে অন্য শিক্ষক এই কাজটি করাচ্ছে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। যারা বিভিন্ন উদ্দেশ্যে অন্যায় প্রক্রিয়ায় এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com