জয়পুরহাটের পাঁচবিবিতে এমপিও ভুক্তি ও চাকুরি দেয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আজ শুক্রবার বেলা ১২টায় বড়মানিক বাজার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রতনপুর কলেজের অধ্যক্ষ আব্দুল আলিম। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামটি সীমান্তবর্তী ও শিক্ষায় অনগ্রসর হওয়ায় ২০০১ সালে এলাকাবাসী-সুধীজনের সমন্বয়ে কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি এমপিও ভুক্তির চেষ্টা করেও আমরা কোন কুলকিনারা পাইনি। পরবর্তীতে আয়মা রসুলপুর ইউনিয়নের ছোটমানিক গ্রামের মৃত ছৈমুদ্দিনের পুত্র ৪নং ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ এই কলেজটি এমপিও ভুক্তির জন্য আমাদেরকে প্রস্তাব দেয়। তিনি আরো বলেন, এমপিও ভুক্তির প্রস্তাবে আমরা সরল বিশ্বাসে কলেজের শিক্ষক-কর্মচারী মিলে জমিজমা, গরু-ছাগল, সোনাদানা বিক্রয় করে এবং ঋণ নিয়ে আব্দুর রশিদকে ৭ লক্ষ টাকা দেই। টাকার নেওয়ার পর থেকে রশিদ আজ হবে, কাল হবে বলে কালক্ষেপন করে। সে আজ পর্যন্ত কলেজটি এমপিও ভুক্ত করতে পারেনি। এ বিষয়ে বিভিন্ন দপ্তর, ডিবি অফিস এবং ইউনিয়ন পরিষদে বিচার দিয়েও কোন ফল মিলেনি। এখন পাওনা ৭ লক্ষ টাকা ফেরত চাইলে সে বিভিন্ন তালবাহানাসহ আমাদেরকে প্রাণনাশের হুমকি ও মামলায় ফাসানোর চেষ্টা করছে। এ সংবাদ সম্মেলনে আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন বলেন, তার পুত্রের আনসার ব্যাটালিয়ন পদে চাকুরি দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকা নিয়েছে রশিদ। এছাড়া বড়মানিক বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছালেকীনের নিকট ১ লক্ষ ৬০ হাজার টাকা ছাড়াও একাধিক মানুষের নিকট চাকুরি দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত পূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিচার দাবি জানিয়েছেন।