বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

কবি নজরুলের দুই স্ত্রীর ভূমিকায় দুই বাংলার দুই অভিনেত্রী

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনীচিত্র নির্মিত হচ্ছে। জানা গেছে, সেটি নির্মাণের দায়িত্ব পেয়েছেন আব্দুল আলিম। এতে কবির দুই স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার দুই অভিনেত্রী। নজরুলের প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে থাকছেন বাংলাদেশের অর্চিতা স্পর্শিয়া ও দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবীর চরিত্রে অভিনয় করতে পারেন কলকাতার ইশা সাহা। আপাতত এই ছবির নাম রাখা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। বিদ্রোহী কবি হিসেবে দুই বাংলাতেই সমান জনপ্রিয় নজরুল। এই ছবিতে তাই রাখা হচ্ছে দুই বাংলার অভিনয়শিল্পী। কবির চরিত্রে অভিনয় করবেন কিঞ্জল নন্দ‌। আর এটি হতে যাচ্ছে নির্মাতা আব্দুল আলিমের অভিষেক ছবি। চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং ছবির সংগীত পরিচালনা করবেন জয় সরকার।
কোন পর্যায়ে রয়েছে সিনেমাটি? জানা গেছে, চিত্রনাট্য নিয়ে এক অভিনেত্রীর সঙ্গে আলোচনা শেষ, বাকি কেবল অন্যজন। চলতি বছরের শেষে শুরু হবে ছবির শুটিং। এ প্রসঙ্গে ইশা সাহা ভারতীয় এক গণমাধ্যমকে বলেছেন, ‘আমার সঙ্গে একেবারে প্রাথমিক আলাপ হয়েছে। চিত্রনাট্য শুনিনি, তাই এখনই কিছু বলতে পারছি না। কথা তো অনেকের সঙ্গেই হয়।’
তবে কবির চরিত্রে অভিনয় প্রসঙ্গে কিঞ্জল বলেছিলেন, তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবন পড়ছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাকিটা পরিচালকের হাতে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com