রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিজয় ছিনিয়ে নিতে ষড়যন্ত্র চলছে: নজরুল ইসলাম খান পতিত আ’লীগ সরকারের কবল থেকে ভিক্ষুকরাও রেহাই পায় নাই : ডা. শফিকুর রহমান জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই : তারেক রহমান ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক ডিসি মশিউর সাত দিনের রিমান্ডে ভারতে ‘অবৈধ’ শেখ হাসিনা, এখন কী পদক্ষেপ নেবে ভারত দেশবাসী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে ফোন নম্বর মুখস্থ থাকাই কাল হলো তোফাজ্জলের? আরও কিছু সংস্কার কমিশন করার পরিকল্পনা আছে : নাহিদ মুসল্লিদের প্রতিরোধের মুখে স্বৈরাচারী হাসিনার নিযুক্ত খতিব রুহুল আমিনের পলায়ন আইন নিজের হাতে তুলে নেয়া দেশের জন্য অশনিসংকেত: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

রাজনগরে বন্যায় এমবিএম বিজনেস গ্রুপের সব প্রতিষ্ঠান ধ্বংস

ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • আপডেট সময় সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজার জেলায় ৩য় দফা বন্যায় প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট ড. এম জি মৌলা মিয়ার মালিকানাধীন এমবিএম বিজনেস গ্রুপ বিডি’র রাজনগর উপজেলার সব প্রতিষ্ঠান। এতে আনুমানিক অন্ততঃ ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। অচীরেই ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণের কাজ শুরু হবে। নিরুপণ শেষে ক্ষয়ক্ষতির পরিমান আরও বাড়তে পারে বলে জানিয়েছেন এমবিএম বিজনেস গ্রুপ বিডি’র অন্যতম দায়িত্বশীল মুজিবুর রহমান। রাজনগর উপজেলার মৌলা পয়েন্টে রয়েছে এমবিএম বিজনেস গ্রুপ বিডি’র প্রতিষ্ঠান এমবিএম বিল্ডার্স মার্ট ও এমবিএম রিক্রুটিং এন্ড ট্রাভেল এজেন্সি। সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার মূল কার্যালয়ও রয়েছে এখানেই। আর, রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়কে রয়েছে এমবিএম এগ্রো ইন্ডাষ্ট্রী। এ সবগুলো প্রতিষ্ঠানের সকল পণ্য, বিভিন্ন এক্সেসরিজ, সকল মালামাল, সকল মেশিনারিজ, সকল আসবাবপত্র, এক্সেসরিজসহ সকল কম্পিউটার, সকল কাগজপত্র ইত্যাদি সম্পূর্ণরুপে ক্ষতিগ্রস্থ ও ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। প্রতিষ্ঠান ভবনগুলো ক্ষতিগ্রন্থ হবার পাশাপাশি বন্যার পানির তোড়ে ভেঙ্গে গেছে এমবিএম বিল্ডার্স মার্ট কমপ্লেক্সের পিছনের সীমানা প্রাচীরের একাংশ। প্রতিষ্ঠানগুলোর নিজস্ব পরিবহণগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। এককথায়, এমবিএম বিজনেস গ্রুপ বিডি’র রাজনগর উপজেলার সব প্রতিষ্ঠান প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে- যা মেরামত ও নতুনভাবে সংযোজন ব্যতিত আর চালু করা সম্ভব হবেনা। প্রতিষ্ঠানগুলো মেরামত ও নতুনভাবে সংযোজনপূর্বক পুণরায় চালু করতে বিপুল পরিমান অর্থ ও অনেক সময় লেগে যাবে। এমতাবস্থায়, প্রয়োজনীয় সরকারী সহায়তা প্রদান করা হলে, প্রতিষ্ঠানগুলো মেরামত ও নতুনভাবে সংযোজনপূর্বক দ্রুততম সময়ের মধ্যেই পুণরায় চালু করা সম্ভব হবে। নতুবা প্রতিষ্ঠানগুলো পুণরায় চালু করা প্রায় অনিশ্চিত। এমনটি হলে প্রতিষ্ঠানগুলোতে কর্মরতরা হয়ে পড়বেন বেকার। তাই, এমবিএম বিজনেস গ্রুপের চেয়ারম্যান ড. এম জি মৌলা মিয়া এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি আকর্ষণ করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com