শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন

নারী সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য নারী সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপিং আগেই হয়েছিল। বাংলাদেশ গ্রুপের অন্য দুই দল ভারত ও পাকিস্তান। সোমবার চূড়ান্ত করা হয়েছে ফিকশ্চার। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে ২০ অক্টোবর। গ্রুপের দ্বিতীয় ম্যাচ ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে। নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে হবে সাফের ম্যাচগুলো। ১৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
অন্য গ্রুপের চারদল নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা ও ভুটান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল খেলবে সেমিফাইনালে। ২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল ৩০ অক্টোবর। ২০২২ সালের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসর বসেছিল এই নেপালেই। বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে। দুই বছর পর শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবেন সাবিনারা।
সেবার বাংলাদেশ শিরোপা জিতেছিল কোচ গোলাম রব্বানী ছোটনের নেতৃত্বে। এবার নারী ফুটবল দলের প্রধান কোচ ইংল্যান্ডের পিটার বাটলার। শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ এই ইংলিশ কোচের ওপর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com