শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীর দাশুরিয়াতে কৃষক সমাবেশ

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সার, বীজ, কিটনাশকসহ সকল প্রকার কৃষি সামগ্রির অব্যাহত মুল্য বৃদ্ধির সাথে জড়িত সিন্ডিকেট বাতিলের দাবিতে কৃষক সমাবেশ করেছে পাবনার ঈশ্বরদী উপজেলার কয়েকটি ইউনিয়নের কৃষিজীবিরা। সোমবার বিকালে দাশুরিয়া গোল চত্বরে কৃষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব। আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা কৃষকদলের আহ্বায়ক তানজুর রহমান সরদার, সদস্য সচিব মইনুল ইসলাম সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমনসহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন এলাকার সাধারণ কৃষকবৃন্দ। প্রধান অতিথি বলেন, সার, বীজ, কিটনাশকসহ কৃষি সামগ্রির মুল্য বৃদ্ধিতে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। তারা দেশীয় সার,বীজ গুদামজাত করে বাজারে সংকট সৃষ্টির মাধ্যমে বেশী দামে বিক্রি করে থাকে। অন্যদিকে যে সকল কৃষি সামগ্রি বিদেশ থেকে আমদানি করতে হয়। সেই সব আমদানিকারকেরা সিন্ডিকেট করে চড়ামুল্যে পণ্য বাজারজাত করে থাকে। এসব সিন্ডিকেট ভেঙ্গে ন্যায্যমুল্যে সার, বীজ, কিটনাশকসহ সকল প্রকার কৃষি সামগ্রি কৃষকদের সরবরাহ করতে বর্তমান সরকারের প্রতি আহবান জানান। এর আগে বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলে মিছিলসহকারে কৃষকেরা জমায়েত হতে থাকেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com