শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন

জুড়ীতে সরকারি গৃহ আত্মসাৎকারী ইউপি সদস্য মাসুমের শাস্তির দাবিতে মানববন্ধন

জালালুর রহমান (জুড়ী) মৌলভীবাজার
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজার জেলার জুড়ীতে হতদরিদ্র পরিবারের সরকারি ঘর আত্মসাতের অভিযোগে জুড়ী উপজেলার ৮নং গোয়ালবাড়ী ইউপি সদস্য, যুবলীগ নেতা এমদাদুল ইসলাম চৌধুরী মাসুমের অনতিবিলম্বে আইনি শাস্তি ও পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী আব্দুস সত্তার। গত সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘঠিকায় উপজেলার গোয়ালবাড়ী হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের সম্মুখে সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় এলাকার সাধারন জনতা নিয়ে মানববন্ধনে ছাত্র-জনতার সমন্বয়ে অনুষ্ঠিত প্রতিবাদে গোয়ালবাড়ী ইউপির ১নং ওয়ার্ডের পূর্ব গোয়ালবাড়ী গ্রামের দিনমজুর আব্দুস সত্তার (৬০) বলেন, গোয়ালবাড়ী ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন আমাকে একটি সরকারী ঘর ফ্রি প্রদান করেন। মাসুম মেম্বার আমার সরকারী গৃহহীনের ঘরের বিষয়ে প্রথমে ১ লক্ষ ও পরবর্তীতে ৫০ হাজার টাকা দাবী করেন। আমি অসহায় দিন মজুর হিসেবে মাসুম মেম্বারকে তার চাহিদার টাকা দিতে অপারগতা স্বীকার করলে মাসুম মেম্বার আমার সরকারী ঘরটি আমার দখলে ব্যবহারের সুযোগ না দিয়ে আমাকে হুমকি ও চড়-তাপ্পড় মারে। আমি নিরুপায় ও অসহায় হিসেবে আমি বর্তমান অন্তবর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের কাছে দৃষ্টান্ত মূলক শাস্তি ও পদত্যাগ দাবী করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com