নোয়াখালীর চাটখিলে ডা.মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে ও এম.এইচ গ্লোবাল গ্রুপ এর সার্বিক সহযোগিতায় চাটখিল থানার সদস্যদের সাথে আইন-শৃঙ্খলা রক্ষার্থে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও বেডিং হস্তান্তর অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকালে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০ টি বেডিং ও চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন এর পক্ষ থেকে ১০টি চেয়ার প্রদান করা হয়েছে। এ সময় চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, ওসি তদন্ত বিমল কর্মকার, ফাউন্ডেশনের সহ-সভাপতি ও মানবাধিকার কর্মী প্রফেসার মোস্তাফিজুর রহমান, ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক ও লামনগর একাডেমীর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন, খোয়াজের ভিটি ফাযিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মজিবুর রহমান হামিদী, সাংবাদিক আবদুশ শাকুর হান্নান, সাইফুল ইসলাম রিয়াদ ও আনোয়ারুল আজিমসহ থানায় কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ, গত ০৫ আগস্ট ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর চাটখিল থানায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে থানার সকল আসবাবপত্র পুড়ে যায়। তাই থানার কার্যক্রমকে পূনরায় সচল করতে বিভিন্ন ফাউন্ডেশন ও ব্যক্তি এগিয়ে এসেছেন। এরই ধারাবাহিকতায় ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন ও সাংবাদিক মামুন হোসেনও এগিয়ে এসেছেন।