বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৭ পূর্বাহ্ন

ফেডারেল ইনস্যুরেন্স এর ৩৬ বার্ষিক সাধারণ সভা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

সম্প্রতি, ফেডারেল ইনস্যুরেন্স কোম্পানীর ৩৬ বার্ষিক সাধারণ হাইব্রিড সিস্টেমে কোম্পানীর প্রধান কার্যালয়, ৬ পান্থপথ, ঢাকায় কোম্পানীর চেয়ারম্যান এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, নির্বাহী ও বিনিয়োগ কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, বীমা দাবী কমিটির চেয়ারম্যান ছবিরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান সফর রাজ হোসেন, নমিনেশন ও রিমিউনারেশন কমিটির চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব মোঃ মাহফুজুর রহমান, পরিচালক বেগম খাদিজাতুল আনোয়ার, মোরশেদুল শফি, তাহরির নাওয়াজ, তৌফিকুল ইসলাম চৌধুরী, তৌহিদুল আলম, মমতাজ বেগম, হাসিনা বানু, আবরারুল হক, ফারাজ করিম চৌধুরী ও জিয়া উদ্দিন, অলটারনেট পরিচালক সৈয়দ আমজাদ হোসেন, জসিম উদ্দিন ও রাশেদা বেগম, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব এ এম এম মহিউদ্দিন চৌধুরী ও সিএফও মাসুদ হোসাইন সহ কোম্পানীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অনেক পাবলিক শেয়ারহোল্ডার অনলাইনে মতামত প্রদান
করেন এবং উপস্থিত অনেক শেয়ারহোল্ডারগণ বক্তব্য রাখেন। সভায় কোম্পানীর ২০২৩ সনের বার্ষিক হিসাব অনুমোদন করা হয় এবং ১০% নগদ ডিভিডেন্ড নগদ অনুমোদন দেয়া হয়। শেয়ারহোল্ডারগণ ইউক্রেন-রাশিয়া ও ইসরাইল-হামাস যুদ্ধ, কোভিড-১৯ পরবর্তী বৈষিক মন্দার প্রভাব সত্ত্বেও কোম্পানীর পারফরমেন্স ও ধারাবাহিক ভাবে ক্যাশ ডিভিডেন্ড প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন। সভায় পাবলিক শেয়ারহোল্ডারদের মধ্যে থেকে জিয়া উদ্দিন পুনরায় পরিচালক নির্বাচিত হন। সভা সঞ্চালন করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানী সেক্রেটারী শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com