শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন

বাংলাদেশ টেলিভিশন ও বেতারে গান গাওয়ার প্রস্তাব ফেরালেন আসিফ

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সংগীতচর্চার পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত। দুই যুগের সংগীত ক্যারিয়ারে অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারে তার গাওয়া গান নিয়মিত প্রচার হতো। কিন্তু গত প্রায় দেড় যুগ এ চিত্র ভিন্ন ছিল।
দীর্ঘ ১৬ বছর পর সরকারি এই দুই মাধ্যমে গান গাওয়ার প্রস্তাব পেলেন আসিফ। মূলত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যত্থানের পর আসিফের কাছে গান গাওয়ার প্রস্তাব দেন টেলিভিশন ও বেতার কর্তৃপক্ষ। কিন্তু তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন এই শিল্পী। গত বুধবার (৪ সেপ্টেম্বর) আসিফ আকবর তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে আসিফ আকবর বলেন, ‘বাংলাদেশ বেতারের একজন কর্মী আমাকে দাওয়াত দিয়েছেন তাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে। মেয়েটির বিনয়ী প্রস্তাব ফিরিয়ে দিতেই হলো। আরো কিছু শুভাকাঙ্ক্ষী বেতারে আছেন, যারা বিগত ষোল বছর আমার গান চালাতে চাইতো, পারত না— এখন পারছে।’
বাংলাদেশ টেলিভিশন থেকেও আসিফের সঙ্গে যোগাযাগ করা হয়। এ তথ্য উল্লেখ করে আসিফ আকবর বলেন, ‘বাংলাদেশ টেলিভিশন থেকেও ফোন পেয়েছি। প্রোগ্রাম প্রডিউসার বলেছেন, আপনাকে নিয়ে নতুনভাবে শুরু করতে চাই। তাকেও বিনয়ের সাথে না করে দিয়েছি। আমি নিকট অতীতে দেখেছি বিটিভিতে আমার গান চলেছে ঠিকই, শুধু নামটি বদলে দিয়েছে।’
বেসরকারি টিভি চ্যানেলেও আর গাইতে চান না আসিফ। তা জানিয়ে তিনি বলেন, ‘চব্বিশ বছরের ক্যারিয়ারে (ওয়ান-ইলেভেনসহ) জীবন থেকে চলে গেছে আঠারো বছর। যৌবন পেরিয়ে এখন আমি মধ্যবয়সি। ফাঁকে ফাঁকে বেসরকারি টিভি চ্যানেলে গাইতাম, এখন আর গাই না, সেখানেও আর কখনো গাইব না। এসব নিয়ে আর কষ্টও পাই না। দীর্ঘদিনের অনভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি। সেই মাথা ভরা চুল আর নাই, সাদাও হয়ে গেছে কিছু, চোখের দৃষ্টিও ঝাপসা হয়েছে একটু। তবুও রাষ্ট্রকে ধন্যবাদ আমাকে দেশে থাকতে দেয়ার জন্য।’
আসিফের জায়গায় নতুন কেউ গাওয়ার সুযোগ পাবেন। আর এতেই তার আনন্দ। এ কথা উল্লেখ করে আসিফ আকবর বলেন, ‘গান গাওয়া আমার পেশা, মে গাইব আর অল্প কয়েকটা বছর। কোটি মানুষ আমাকে ভালোবাসে, তাদের সামনে গাইবার ইচ্ছা আছে, নিশ্চয়ই তারাও বি ত হয়েছেন! বেতার/ বিটিভিতে আমার জায়গায় সুযোগ পাবে অন্য কেউ একজন, সেখানেই আনন্দ খুঁজে নেব।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com