পটুয়াখালী জেলার গলাচিপা সরকারি ডিগ্রি কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ ও বিএমটি শিক্ষার্থীদের নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মোঃ ফোরকান কবির প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে বক্তব্যে বলেন, আগামী বাংলাদেশ বিনির্মানে দেশকে এবং নিজেকে প্রতিষ্ঠা করতে হলে শিক্ষা অর্জন ব্যতীত কোন পথ নেই। এছাড়া একটা দেশের শিক্ষার উন্নয়নে দেশের ভাবমূর্তি ও ব্যক্তির সম্মান অর্জিত হয়। সোমবার সকাল ১০টায় কলেজ অডিটরিয়াম হলে সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় সুধী ও রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সহকারী অধ্যপক ও বিভাগীয় প্রধান ইসলাম শিক্ষা বিভাগ শ্রদ্ধেয় জনাব মোঃ লিয়াকত হোসাইন শেখ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি ও সাবেক ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মু. খালিদ হোসেন মিল্টন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আরিফ মাহমুদ, মোঃ আমির হোসেন, সভাপতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গলাচিপা, নূহ নাসির উল্লাহ হাবিব, সাধারণ সম্পাদক, ছাত্রদল ডিগ্রি কলেজ শাখা, সাবেক ছাত্রদলের গলাচিপা শাখার সভাপতি মোঃ সাইমুন রহমান পরশ, মোঃ রফিকুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ ছাত্র শিবির, গলাচিপা কলেজ শাখা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য উম্মে হাবিবা। নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠানে আনন্দ উৎসাহে সিনিয়র শিক্ষার্থীরা রজনীগন্ধা ও গোলাপ ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়।