নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন মুক্তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছে অত্র স্কুলের শিক্ষার্থীরা।অনিয়ম দুর্নীতি নিয়োগ বানিজ্য দালালি সহ নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন মুক্তা’র পদত্যাগ দাবি করে আন্দোলনে কর্মসুচী দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আয়োজন করেন মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্ধ।জানা যায় শিক্ষার্থীরা গত ৩১ আগস্ট থেকে আন্দোলন করে আসছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। তারা মঙ্গলবার ১০ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার সময়ে নানান ব্যানার ফেস্টুন হাতে স্কুলের সাধারন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা পরিষদ চত্ত্বরে সমাবেশ করে। এই সময় পদত্যাগ চেয়ে সাধারন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে উপজেলা পরিষদ প্রাঙ্গন। এদিকে শিক্ষার্থীরা প্রধান শিক্ষীকা ফরিদা ইয়াসমিন মুক্তাকে পদত্যাগ করে মানিকপুর উচ্চ বিদ্যালয়কে দুর্নীতি মুক্ত করার আহবান জানান।