বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ম্চাপের প্রভাবে শুক্রবার সকাল থেকে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে ভোলার চরফ্যাশন সাগরমোহনায়। শনিবার সকাল থেকে প্রচুর বৃষ্টি সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগও বৃদ্ধি পাচ্ছে। খাল বিল নদী-নালা ফসলি জমি পানির নিচে। জেলেরা গভীর সমুদ্রে টিকতে না পেরে ইলিশ মাছ ধরার ট্রলারের জেলেরা চরম বিপাকে পরে উপকূলের বিভিন্ন স্থানে নিরাপদ আশ্রয় ছুটেছে। তোরজোড় করে জীবন বাঁচাতে কিনারা আসতে গিয়েও শেষ রক্ষা পায়নি আকতার মাঝি ১০ জন জেলে। ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ে ১০মাঝি মাল্লা নিয়ে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। সাগরে থাকা অপর জেলেরা তিন জেলেকে জীবিত উদ্ধার করলেও ৭ জেলে নিখোজের পর ৬ঘন্টার পর জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর বঙ্গোপসাগর মোহনা এ দুর্ঘটনা ঘটে। আপরদিকে মোছলেউদ্দিন মাঝি ১০জন জেলে ট্রলারসহ নিখোজ রয়েছে বলে জানা গেছে। ট্রলার মালিক আবদুস সালাম হাওলাদার জানান, শুক্রবার সন্ধ্যায় ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের মুখে পড়ে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। সাগরে থাকা অপর জেলেরা ৩জনকে উদ্ধার করেছে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রেই ঢালচর ঘাট থেকে তিনটি ট্রলার নিখোঁজ জেলেদের উদ্ধারে বহু খোজাখুজির পুর রাত ১১টারদিকে সাগরে ভাসমান অবস্থা উদ্ধার করে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন,ডুবে যাওয়া জেলে ট্রলারটিসহ নিখোজ জেলেদেরকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো অনেক নৌকা ট্রলার ঝুকি মধ্যে রয়েছে। চর মানিকা জোনের নৌ-কন্টিজেন কমান্ডার মো সানোয়ার হোসেন জানান,আমরা দ্রুত উদ্ধার কাজ করছি।