বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

‘আমি টেইলর সুইফটকে ঘৃণা করি’: ডনাল্ড ট্রাম্প

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে লিখেছেন ‘আমি টেইলর সুইফটকে ঘৃণা করি’। বিখ্যাত মার্কিন গায়িকা টেইলর সুইফট ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিসকে সমর্থন জানানোর পরই নিজের ট্রুথ সোশ্যালে এমন তীর্যক মন্তব্য করলেন ট্রাম্প। যদিও তার পোস্টে তিনি বিস্তারিত মন্তব্য করেননি। গত সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সাথে ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল বিতর্কের মধ্যেই নিজ ইনস্টাগ্রামে কমালাকে সমর্থন জানিয়ে পোস্ট করেন টেইলর। সেখানে তিনি সাফ জানিয়ে দেন আসন্ন মার্কিন নির্বাচনে কমালাকেই ভোট দেবেন। পোস্টে টেইলর মার্কিন ভাইস প্রেসিডেন্টকে প্রতিভাধর নেতা হিসেবে উল্লেখ করেছেন।
সেলিব্রিটিদের সমর্থন তাদের সমর্থকদের কাছে অন্যরকম গুরুত্ববহন বহন করে। তবে টেইলরের ওই পোস্টটি তার ফলোওয়ারের সংখ্যার অনুপাতে কম ভক্তই লাইক করেছে। ইনস্টাগ্রামে তার ১০০ মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছে- যার মধ্যে মাত্র ১০ মিলিয়ন ফলোওয়ার লাইক করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী একজন তার নিজ এক্সের একটি পোস্টে লিখেছেন, টেইলর সুইফটের পিছনে লাগা নির্বাচনের জন্য ভালো প্রচারণা মাধ্যম হতে পারে না , কারণ তিনি পাগল নন। সুইফটকে আক্রমণ করে ট্রাম্প কী বোঝাতে চান তা স্পষ্ট নয়। কেননা ট্রাম্প এতে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন।
সম্প্রতি ট্রাম্পের সহকর্মী লরা লুমারের অযাচিত মন্তব্যের ফলে বেশ সমালোচনার মুখে পড়েছে রিপাবলিকানরা। ৩১ বছর বয়সী লুমার- যিনি ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলাকে ‘অভ্যন্তরীণ’ বলে অভিহিত করেছেন এবং তার দাবি ওই হামলার সঙ্গে ডেমোক্র্যাটদের সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়া টেইলর সুইফটকে নিয়ে রিপাবলিকান এই রাজনীতিবিদের এক মন্তব্য বেশ সমালোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, সুইফট ফুটবল তারকা ট্র্যাভিসের সাথে একটি ‘সাজানো সম্পর্কে’ জড়িত। রিপাবলিকানদের এমন মন্তব্য আসন্ন নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: এনডিটিভি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com