সারাদেশের ন্যায় নাটোরের গুরুদাসপুরে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলার বিলচলন বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মিলনায়তনে দশ দিনব্যাপী প্রথম ধাপের ওই প্রশিক্ষণের উদ্ধোধন করেন অনুষ্ঠানের সভাপতি খুবজীপুর ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন। প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ মো. সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ। উদ্বোধন শেষে ৬৪ জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেন আনসার ভিডিপির প্রশিক্ষিকা মমতাজ খাতুন।