মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধে সন্ত্রাসী হামলা, আহত ৩ হাসপাতালে চিকিৎসার জন্য এসে আবারো হামলার শিকার

মোঃ হারুন (কবিরহাট) নোয়াখালী
  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়নের মাদলা আবুল কাশেম পিয়নের বাডীতে জায়গা সংক্রান্ত বিরুদ্বের জেরে হামলার ঘটনায় আহত ৩ জন কবির হাট হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ২য় দফায় সন্ত্রাসীদের হাতে হামলায় শিকার হন, আবুল কাশেম পিয়নের ছেলে মোঃ শাহাদাত হোসেন, রিয়াদ, বলেন, বিগত ২০/৯/২০২৪ ইং তারিখে আবুল হায়াত রনির নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে হামলা করে এবং বাড়ির পাশে মুরগির ফার্ম ভেঙে মোরগ ও হাঁস লুট করে নিয়ে যায়, এতে আমাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়।সাংবাদ কর্মি গন সরজমিনে গেলে এর সত্যতা পায়, রিয়াদ বলেন আমি আমার প্রতিবন্ধী ভাই বাবা আহত হয়ে হাসপাতালে এলে রনি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আবার হাসপাতালে এসে আমাকে বেদম মারপিট করে আমার মাথা ফাটিয়ে দেয় আমি কবিরহাট থানায় অভিযোগ দিতে গেলে রনি লোক জন নিয়ে এসে আমাকে থানায় ঢুকতে দেয় নাই, হাসপাতালে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ্যে আহত শাহাদাৎ হোসেন বলেন, এই দেশে কি বিচার নেই, এই দেশ কি সন্ত্রাসীর অভয়ারণ্য হয়ে গেছে। বারবার রনির সাথে যোগাযোগ করে না পেয়ে তার মায়ের সাথে বাড়িতে গিয়ে যোগাযোগ করলে তার মা বলেন পূর্বে আমার ছেলের সাথে অন্যায় করেছে অনেক বার এরা জাগা জমি কাগজ নিয়ে উভয়ের মারামারি হয়েছে আমি সামাজিক সমাধান চাই। এর পর রনির এক আত্মীয়ের মাধ্যমে, তার সাথে মুঠো ফোনে যোগা যোগ করলে সে মারা মারি ও পল্টি ফার্ম ভাংচুর এর সাথে কোন সংপিক্ততা নাই বলে জানান, রনি বলেন ওদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে জামেলা আছে, সেটা স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ সমাধান করে দিবে বলে আমাদের কে জানীয়েছে। এই ব্যাপারে কবিরহাট থানার কর্মকর্তা ওসি হুমায়ুন কবির সাথে কথা বললে তিনি বলেন, আমাদের কাছে ভুক্তভোগীরা আসলে আমরা থানায় মামলা নেব, এখনো কেউ আমাদের কাছে আসে নাই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com