সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

নড়াইল জেলা আইন শৃংখলা কমিটির সভা

সুলতান মাহমুদ নড়াইল
  • আপডেট সময় সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

নড়াইলে জেলা আইন শৃংখলা কমিটির সভা গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত হয়েছে।
এ অভিযান সফল করে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, মানুষের কল্যাণ নিশ্চিত করতে চাই।আসন্ন দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয় সে ব্যাপারে আমরা কাজ করছি।আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।কতিপয় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেন।এছাড়া মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখা, নড়াইল পৌরসভার বিভিন্ন সড়কে সড়কবাতি সচল রাখা এবং আগামি ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত জেলার নবগঙ্গা ও মধুমতি নদীর বিভিন্ন পয়েন্টে ইলিশ মাছ ধরা বন্ধ থাকাকালীন সময়ে জেলেদের জন্য ভিজিএফ চালুর উদ্যোগ নেয়ার ব্যাপারে মত পোষন করেন তিনি। সভায় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর এহসান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো: আনোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ^াস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ^াস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুজ্জামান, জেল সুপার মো: মুজিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা এইচ.এম. বদরুজ্জামান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: নজরুল ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক মো: মনিরুল ইসলাম, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জামায়াত নেতা মো: আইয়ুব হোসেনসহ আইন-শৃংখলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com