মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয় করণের পুর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার। মঙ্গলবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা সদরের স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন। নীলফামারী আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুছার সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন কিসামত চড়াইখোলা দাখিল মাদরাসার সুপার কাজী আব্দুল আজিজ। বক্তব্য দেন শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মহাফিজুর রহমান, পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম রায় বাদল, ফুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুল হক, ভাঙ্গামাল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাশ্বের রাশেদিন ও সংগলশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্রজিৎ রায় মিরু বক্তব্য দেন। মানববন্ধন শেষে সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যম স্মারকলিপি প্রদান করেন শিক্ষা পরিবারের নেতৃবৃন্দ। স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক।
নীলফামারী আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুছা জানান, আমরা চার দফা দাবী বাস্তবায়নে সারাদেশে একযোগে এই কর্মসুচি পালন করছি। বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ জরুরী হয়ে পড়েছে। আমরা চাই বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার আমাদের দাবী বাস্তবায়ন করবে।