শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন

মোংলায় যৌথবাহিনীর অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র, ৩৮রাউন্ড গুলিসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন ও তার ভাই আটক

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

মোংলায় যৌথবাহিনীর অভিযানে ২টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৩৮রাউন্ড তাঁজা গুলি, ২রাউন্ড ফাঁকা গুলি ও নগদ ১লাখ টাকাসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেনসহ তার বড় ভাই ফিরোজ আটক হয়েছেন। এ ঘটনায় যৌথবাহিনীর পক্ষে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন কোস্ট গার্ড। কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মোংলা পোর্ট পৌরসভার ১নম্বর ওয়ার্ড এলাকায় একটি বিশেষ অভিযান চালায় নৌবাহিনী ও কোস্ট গার্ড। ওই সময় স্থানীয় যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন(৩৫)কে আটক করা হয়। পরবর্তীতে সাদ্দামের স্বীকারোক্তিতে মঙ্গলবার রাতে পৌর শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অবৈধ ১টি বিদেশী শটগান, ১টি বিদেশী একনালা বন্দুক, ৩৮রাউন্ড তাঁজা গুলি, ২ রাউন্ড ফাঁকা গুলি ও নগদ ১লাখ টাকাসহ তার বড় ভাই ফিরোজ আহমেদ(৩৭)কে আটক করা হয়। জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের বুধবার দুপুরে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। একই সাথে কোস্ট গার্ড বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বলেন, বুধবারই থানায় সোপর্দকৃতদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com