বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
চকরিয়ায় টেন্ডার ছাড়াই সামাজিক বনায়নের গাছ কেটে বিক্রির অভিযোগ লামায় বেইলি ব্রিজ ধসে যোগাযোগ বন্ধ ভাঙ্গায় ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০ তালাক প্রাপ্ত স্বামীর সাথে ঘুরতে গিয়ে নিখোঁজ ৫ দিন পর কালীগঞ্জে ধান ক্ষেত থেকে স্ত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার দুর্গাপূজা ঘিরে গুজব, বিশৃঙ্খলা, অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসালে কঠোর ব্যবস্থা-জেলা প্রশাসক জামালপুরের নান্দিনায় রেলওয়ের জমি থেকে উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বন্যা সৃষ্টির সকল প্রতিকূলতা পরিষ্কার করতে চাই-ডিসি লক্ষ্মীপুর বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় আলেমদের অংশ গ্রহণ বৃদ্ধি করতে হবে-সুনামগঞ্জে গণ সমাবেশে জমিয়ত কলারোয়ায় বিদেশে পাঠানোর নামে ৮লাখ টাকা হাতিয়ে নেওয়া বাবলুর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরের নান্দিনায় রেলওয়ের জমি থেকে উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আবুল কাশেম জামালপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

জামালপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী নান্দিনা রেলওয়ে স্টেশন এলাকার জমি থেকে উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দুপুরে নান্দিনা রেলগেট চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুর রহিম পন্ডিত, ডা: ইয়াছিন আকন্দ, মাহমুদ ইসলাম মানিক, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, আলম সরকার, মাসুদ কারী, লোকমান হোসেন, রুকন, হুমায়ুন কবির, আমিনুল ইসলাম রতন, জালাল উদ্দিন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহবুব হোসেন, রুবেল, শুভ, নবীন, শহীদ, আরজু, শাহীন, মারুফ। মানববন্ধনে বক্তারা বলেন, নান্দিনা রেলওয়ের স্টেশন এলাকায় বাংলাদেশ রেলওয়ের জমিতে বসবাসরত ও ব্যবসা প্রতিষ্ঠানের দখলকৃত জমিতে আমরা দীর্ঘদিন ধরে বসবাস ও ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছি। বর্তমানে কতিপয় কুচক্রি মহল আমাদের অগোচরে নান্দিনা রেল স্টেশনের জমি তাদের নামে অবৈধভাবে লিজনাম করে নিয়েছে। উক্ত বিষয় নিয়ে আমরা রেলের জমিতে বসবাসকারী ও ব্যবসায়ীরা আদালতে একটি মামলা দায়ের করি। উক্ত মোকদ্দমা বিচারে নিষেধাজ্ঞা জারি হয়ে আদালত ২০ দিনের মধ্যে বাংলাদেশ রেলওয়ের উপর কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। কিন্তু বাংলাদেশ রেলওয়ে কোনো প্রকার কারণ দর্শানোর জবাব প্রদান করেনি। জবাব প্রদান না দিয়েই কুচক্রি মহলটি এলাকায় মাইকিং প্রচার করে ২৬ সেপ্টেম্বর নান্দিনা রেলওয়ের জমি থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে। এতে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে অবশ্যক বৃহস্পতিবারের উচ্ছেদ অভিযান স্থগিত রাখে রেলওয়ে কর্তৃপক্ষ। মানববন্ধনকারীরা আরো জানান, বিষয়টি আমরা আদালতের স্মরণাপন্ন হয়েছি। আমরা আদালতের দিকে চেয়ে আছি। পাশাপাশি নান্দিনায় রেলের জমিতে যদি কারো কোনো অবৈধ স্থাপনা থেকেই থাকে তাহলে তারা কিভাবে বৈধতা লাভ করে শান্তিপূর্ণভাবে বসবাস ও ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আমরা বাংলাদেশ রেল বিভাগের প্রতি জরুরি দৃষ্টি আকর্ষণ ও অনুরোধ জানাচ্ছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com