বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি খাল থেকে নিয়মনীতির তোয়াক্কা না করেই অবৈধভাবে বালু উত্তোলন ও সড়কের বেইলি ব্রিজ দিয়ে অতিরিক্ত বালু বোঝাই ট্রাক ওঠায় ব্রিজ ভেঙে বন্ধ হয়ে গেছে সব ধরনের যানবাহন চলাচল। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে লামা-চকোরিয়া সড়কে চলাচল করা যাত্রীদের। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়,সেতুটির মাঝের অংশ ভেঙে পানিতে পড়ে আছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজে ও মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র-ছাত্রী সহ এ পথে যাতায়াতকারী মানুষজন। স্থানীয়রা জানান, প্রতিদিন বালু পরিবহন কাজে ব্যবহৃত ২০-২৫ টনের অধিক ১০-১২টি মিনি ট্রাক ও পিকআপ চলাচল করে ওই বেইলি ব্রিজের ওপর দিয়ে। বালু বহন ও ব্রিজের নিচ থেকে উত্তোলন না করার জন্য দীর্ঘদিন যাবৎ নিষেধ করছিলো এলাকাবাসী। কিন্তু এলাকাবাসীর নিষেধ বালু ব্যবসায়ীরা উপেক্ষা করেছে। ব্রীজ ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে দুপাড়ের দুই সহস্রাধিক মানুষ। পাঁয়ে হেটে কোন রকমে মানুষ পার হলেও মালামাল পারাপার নিয়ে ভোগান্তিতে পড়েছে ব্যবসায়ীরা। এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ জানান, জনগুরুত্বপূর্ণ সড়ক বিবেচনায় জরুরি ভিক্তিতে সেতুটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।