বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলায় সাড়ে তিন কোটি টাকার নিষিদ্ধজালসহ আটক-২ শ্রীমঙ্গলে লাগামহীন সবজির বাজারে সাধারণ মানুষ দিশেহারা আগৈলঝাড়ায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে মতবিনিয় সভা সীমান্তবর্তী পূজামন্ডপে কঠোর নিরাপত্তায় বিজিবি কেরাণীগঞ্জের তেঘরিয়ায় নতুন করে টিবিসির পণ্য বিক্রির কার্যক্রম শুরু জননী প্রকল্পের মাধ্যমে পীরগাছা উপজেলায় বাল্য বিয়ের পরিণতি ও করণীয় শীর্ষক আলোচনা সভা মৌলভীবাজারে শিক্ষকের মুক্তি দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা ষষ্ঠীপুজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ উৎসব শারদীয়া দুর্গাপূজা বজ্রপাত ঠেকাতে হিলিতে স্কাউট দলের তালবীজ রোপণ দেবী বোধনের মধ্য দিয়ে শুরু দূর্গা পূজার আনুষ্ঠানিকতা ৯৯ মন্দিরে হিন্দুধর্মলম্বীদের পূজা শুরু

বৃষ্টিতে বৈদ্যুতিক গাড়ির যত্ন

আইটি:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

নিয়মিত শখের গাড়ি, বাইকের যত্ন না নিলে তা আপনাকেও ভালো সার্ভিস দেবে না। তবে বৃষ্টির দিনে গাড়ির যতেœর পরিমাণ বাড়াতে হবে কয়েকগুণ। বিশেষ করে যাদের বৈদ্যুতিক গাড়ি তাদের বিশেষ সতর্ক থাকতে হবে।
জ্বালানির মূল্যবৃদ্ধি ও পরিবেশ রক্ষায় ব্যবহার বেড়েছে বৈদ্যুতিক গাড়ি, বাইক ও স্কুটারের। জনপ্রিয় হয়ে উঠছে এসব বৈদ্যুতিক যানবাহন। নামিদামি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো একের পর এক বৈদ্যুতিক গাড়ি আনছে বাজারে। তবে দীর্ঘদিন গাড়ি ভালো রাখতে নিয়মিত যতœ নিতেই হবে।
ইঞ্জিনের দিকে বিশেস নজর দিন: বর্ষায় বৈদ্যুতিক গাড়ির ইঞ্জিনের দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। কোনোভাবেই যেন ইঞ্জিনে পানি ঢুকতে না পারে সেদিকে খেয়াল রাখুন। গাড়ি পার্কিংয়ে চেষ্টা করুন ঢেকে রাখতে।
গাড়ি চার্জের সময় সতর্ক থাকুন: এসময় গাড়ি চার্জ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। চার্জিং প্রয়োজনীয় সামগ্রী নিরাপদে রাখতে হবে। সেগুলো যেন পানিতে না ভেজে এমন জায়গায় রাখতে হবে। এ থেকে অনেক সময় শর্ট সার্কিট থেকে বৈদ্যুতিক শক পেতে পারেন, বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
ব্যাটারি পরীক্ষা করুন নিয়মিত: অবশ্যই ব্যাটারির দিকে নজর দিতে হবে। বৈদ্যুতিক গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো গাড়ির ব্যাটারি। তাই ব্যাটারির ইনসুলেশন বা কনডাকটরের কোনো ক্ষতি হলে বড় বিপদ হতে পারে। নিয়মিত ব্যাটারি পরীক্ষা করুন।
গাড়ির ভেতরে পরিষ্কার রাখুন: বর্ষাকালে গাড়ির ভেতরে অবশ্যই প্রতিদিন পরিষ্কার করুন। গাড়ির ম্যাটে কাদাপানি লাগলে তা পরিষ্কার করে শুকিয়ে রাখুন। বর্ষাকালে গাড়ির ভেতরে পানি থাকলে আর্দ্রতার কারণে বৈদ্যুতিক সমস্যা হতে পারে। গাড়ির দরজা এবং জানালা সঠিকভাবে বন্ধ রয়েছে কি না তা দেখে নিতে হবে। এছাড়া খেয়াল রাখুন গাড়ির ভেতরটা যেন স্যাঁতসেঁতে হয়ে না থাকে।
পানি জমে থাকা রাস্তাগুলো এড়িয়ে চলুন: পানি জমে এমন রাস্তাগুলো এড়িয়ে চলাই ভালো। শুধু বৈদ্যুতিক গাড়ি নয়, অন্যান্য গাড়ির ক্ষেত্রেও এটি মেনে চলা ভালো। তবে বৈদ্যুতিক গাড়িতে দ্বিগুণ সতর্কতা প্রয়োজন। একবার গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে গেলে বড় ধরনের ঝামেলায় পড়তে পারেন।
ভেজা রাস্তাগুলো পিচ্ছিল হতে পারে। তাই সর্বোত্তম গ্রিপ এবং হ্যান্ডলিং নিশ্চিত করতে নিয়মিতভাবে টায়ার ট্রেড গভীরতা এবং চাপ পরীক্ষা করুন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com