বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোলায় সাড়ে তিন কোটি টাকার নিষিদ্ধজালসহ আটক-২ শ্রীমঙ্গলে লাগামহীন সবজির বাজারে সাধারণ মানুষ দিশেহারা আগৈলঝাড়ায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে মতবিনিয় সভা সীমান্তবর্তী পূজামন্ডপে কঠোর নিরাপত্তায় বিজিবি কেরাণীগঞ্জের তেঘরিয়ায় নতুন করে টিবিসির পণ্য বিক্রির কার্যক্রম শুরু জননী প্রকল্পের মাধ্যমে পীরগাছা উপজেলায় বাল্য বিয়ের পরিণতি ও করণীয় শীর্ষক আলোচনা সভা মৌলভীবাজারে শিক্ষকের মুক্তি দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা ষষ্ঠীপুজার মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ উৎসব শারদীয়া দুর্গাপূজা বজ্রপাত ঠেকাতে হিলিতে স্কাউট দলের তালবীজ রোপণ দেবী বোধনের মধ্য দিয়ে শুরু দূর্গা পূজার আনুষ্ঠানিকতা ৯৯ মন্দিরে হিন্দুধর্মলম্বীদের পূজা শুরু

স্বর্ণপদক ফেরত পেলে চোরকেই দেবেন অলিম্পিক চ্যাম্পিয়ন ফেন্সার!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক হাঙ্গেরিয়ান ফেন্সার লাসজলো সিসোংরাদি তার অলিম্পিক স্বর্ণপদক চুরির কারণে এতটাই বিচলিত হয়ে পড়েছেন যে চোর যদি স্বর্ণপদকটি ফেরত দেয় তাহলে তিনি তা আবার তাকে দিয়ে দেবেন বলে ঘোষণা করেছেন। সিওলে ১৯৮৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের দলের সাবার প্রতিযোগিতায় ৬৫ বছর বয়সী সিসোংরাদি অলিম্পিক স্বর্ণ জিতেছিলেন। গত ১০ সেপ্টেম্বর সাবেক এ ক্রীড়াবিদ যখন ঘুমাচ্ছিলেন, তখন চোর তার ঘরে ঢুকে শুধু স্বর্ণপদকটিই নিয়ে যান। এ ঘটনায় বেশ বিচলিত হয়ে পড়েছেন তিনি। চোর যদি পদকটি ফেরত দেয়, তবে সেটি তিনি স্বেচ্ছায় চোরকেই দিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।
সিসোংরাদি বলেন, ‘দু’সপ্তাহ ধরে আমি শান্ত হতে পারি না এবং খুশি হতে পারি না। কারণ সবকিছুই আমাকে আমার চুরি হওয়া অলিম্পিক স্বর্ণপদকের কথা মনে করিয়ে দেয়।’ তিনি আরো বলেন, ‘আমি অপরাধীকে সবকিছু দিয়ে দিতাম, কিন্তু আমি চাই যে সে সেই মূল্যহীন বস্তু ফেরত দেবে যার অর্থ তার কাছে কিছুই নয়। এটিকে ডাকবাক্সে ফেলে দিন এবং আপনি যদি চান তবে আমি এটিকে আমার উইলে কোনো যাদুঘরে রেখে দেবো না, আমি আপনাকেই এটি উইল করব।’ মেডেলটি একটি আলমারিতে রাখা ছিল। অলিম্পিক চ্যাম্পিয়ন বলেন, ‘তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস নিতে পারতেন, কিন্তু কিছু কারণে (পদক) তার আগ্রহ ছিল। চোর অনেক জিনিস ছুঁয়েছে, অনেক আঙ্গুলের ছাপ ফেলে গেছে, কিন্তু শনাক্ত করার মতো কিছুই নেই। আমি জানি না তার কাছে বার্তা পৌঁছানোর জন্য কী করতে হবে। আমি তাকে আঘাত করতে চাই না… আপনি আমার সাথে আলোচনা করতে পারেন।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com