বান্দরবানের লামায় দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লামা উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত কর্মসূচীতে উপজেলার ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শতাধীক শিক্ষক শিক্ষিকাগণ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে অংশ নেওয়া শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’ ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে দশম গ্রেডে উন্নীত করার দাবি জানান শিক্ষকরা। আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন ভুমি সচিব,পুলিশের সাব ইনসপেক্টর এবং সিনিয়র নার্স দশম গ্রেডে বেতন পান।এটি চরম বৈষম্য,একই যোগ্যতা সম্পন্ন হয়েও ১৩ তম গ্রেডে থাকায় সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন সহকারী শিক্ষকরা। এ অধিকার বাস্তবায়নের জন্য রবিবার উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করা হবে। এসময় মোবাইল ফোনের মাধ্যমে ভার্সূয়ালি বক্তব্য দেন,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক মাহাবুবুর রহমান। বক্তারা বলেন, সহকারী শিক্ষকদের এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।