রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
দেশের ৩০টি কেন্দ্রে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ২য় কেন্দ্রীয় পরীক্ষা কলমাকান্দায় ফ্রী মেডিকেল ক্যাম্প জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার-৫ চকরিয়ায় স্বামীর হাতে স্ত্রী, সড়ক দুর্ঘটনা, সংঘর্ষ ও মসজিদের বাথ রুমে মুসল্লীর লাশ সহ ৪ খুন : খুনিসহ আটক ৩ মোংলার সুন্দরবন ইউনিয়নে বিএনপি’র কমিটিতে আওয়ামী লীগ নেতাকর্মী থাকায় সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশ ফটিকছড়িতে আকষ্মিক সফরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সদরপুরে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গলাচিপায় তারুণ্যে উৎসবে বিভিন্ন পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আমাদের মূল সংগ্রাম একনায়কতন্ত্র উৎখাত করা : সাক্ষাৎকারে কেএনডিএফ নেতা

চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ড্যাব’র বিক্ষোভ ও মানববন্ধন

বরিশাল ব্যুরো
  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

অনতিবিলম্বে চিকিৎসক ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার করার দাবী জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা ও শের ই বাংলা মেডিকেল কলেজ শাখার নেতৃবৃন্দ। রোববার সকাল সাড়ে ৯টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক এর উপর হামলার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে এই দাবী জানানো হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সহস্রাধিক ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গত ৫ আগস্ট এক গণ-অভ্যুত্থানের মাধ্যমে জাতি দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। কিন্তু ষড়যন্ত্রকারী স্বৈরাচারের দোসররা প্রতিনিয়ত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরীর চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ সেপ্টেম্বর রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে দায়িত্বরত নারী চিকিৎসকের উপর হামলা চালানো হয়েছে। ফলে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, যার প্রেক্ষাপটে হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে। ৪৮ ঘন্টা পার হলেও হামলাকারীদের গ্রেফতার করা হয়নি। বিশেষ করে হাসপাতালের পরিচালক এখানকার চিকিৎসকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) অনতিবিলম্বে চিকিৎসক ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানায়। একইসঙ্গে দুষ্কৃতিকারীদের অভিসত্ত্বর গ্রেপ্তার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ কবিরুজ্জামান, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শেবাচিম শাখার সভাপতি ডাঃ নজরুল ইসলাম সেলিম, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আবদুল মুনায়েম সাদ, ডাঃ রেজাউর রহমান রেজা, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শেবাচিম শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ ফয়সাল আহমেদ প্রমুখ। ড্যাব নেতৃদ্বয় আরো বলেন, চিকিৎসকদের যেকোনো ন্যায়সঙ্গত দাবির প্রতি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের পূর্ণ সমর্থন থাকবে। উল্লেখ্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ইন্টার্ন ও প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকদের উপর হামলা হয়। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। ২৮ সেপ্টেম্বর চিকিৎসকদের বেধে দেওয়া ২৪ ঘন্টার মধ্যে এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহন না করতে পারায় নিজের ব্যর্থতা স্বিকার করে আজ ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টায় দায়িত্ব থেকে সড়ে দাড়ান হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম। এদিকে ইর্ন্টান চিকিৎসকরা দুপুর ১ টায় তাদের ৪ দফা দাবী পূরনের জন্য আগামী ৭ দিনের আল্টিমেটাম দিয়ে জন্য কর্মবিরতী স্থগীতের ঘোষনা দেন। ইর্ন্টান চিকিৎসকদের দাবী গুলো হলোঃ- হাসপাতালের শিশু মেডিসিন বিভাগে কর্মরত ইন্টার্ন ও প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ওপর হামলা ও প্রাণনাশের হুমকিতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা। হাসপাতালের চিকিৎসকদের ২৪ ঘণ্টা নিরাপত্তা বিধানের লক্ষ্যে সার্বক্ষণিক ন্যূনতম ৩০ জন পুলিশ সদস্য নিয়োজিত করতে হবে এবং হাসপাতালে কর্মরত আনসার সদস্যের সংখ্যা তিনগুণ বৃদ্ধি করতে হবে। হাসপাতালে রোগীদের সেবার মানোন্নয়নের জন্য হাসপাতালের শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী ভর্তি করা বন্ধ করতে হবে এবং একজন রোগীর সাথে একজনের বেশি দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করতে হবে ও অনতিবিলাম্ব চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com