শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

লামায় চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

লামা (বান্দরবান) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বান্দরবানের লামা বন বিভাগ ও সরকারি বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তার সোর্স পরিচয়ে লামা উপজেলার বিভিন্ন এলাকার বাঁশ, গাছ ব্যবসায়ী, বাগান মালিক ও জোত পারমিট ব্যবসায়িদের নিকট হইতে চাঁদা দাবি ও হুমকি প্রদান কারী ওমর ফারুক বেচু চাঁদাবাজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জোত মালীক, কাঠ ও বাঁশ ব্যবসায়িরা সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) লামা প্রেস ক্লাব হল রুমে জোত মালীক সমিতির সভাপতি মোঃ সেলিম সাধারণ সম্পাদক মোঃ হারুন সহ চাঁদাবাজির শিকার ভুক্তভোগীদের উপস্থিতিতে জোত পারমিট ব্যবসায়ী মোঃ সোলতান আকবর মোমিন সাংবাদিকদের লিখিত বক্তব্যে বলেন,ওমর ফারুক বেচু লামা বন বিভাগের ফরেষ্ট রিজার্ভের গাছ খেকো,অসংখ্য বন মামলার আসামী, মিয়ানমার বর্ডারে অবৈধ গরু ব্যবসায়ী, সরকারি বিভিন্ন দপ্তরের নামধারী কথিত সোর্স ও চাঁদাবাজ সে বিভিন্ন ব্যবসায়ীদের নিকট হইতে নগদ অর্থ চাঁদা দাবি করেন ও হুমকি প্রদান করিতেছে। তার ব্যাপক চাঁদাবাজি সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এই এলাকার কাঠ ও বাঁশ ব্যসায়ীরা অতিষ্ঠ। এসময় তিনি আরও বলেন,ওমর ফারুক বেচু ৫ আগস্ট এর পরে নিজেকে বিএনপি নেতা দাবি করেন। বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়ে জানা যায়,সে বিএনপি বা কোন অংঙ্গ সংগঠনে তাহার নাম নাই। ওমর ফারুক ফরেষ্ট রিজার্ভের একজন গাছ চোর। সে উক্ত গাছ চকরিয়া,ডুলহাজারা ও কক্সবাজার সহ বিভিন্ন রিসোর্টে বিক্রি করে আজ কোটি টাকার মালিক। এই গাছ চোর ও চাঁদাবাজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনে আমরা সংবাদিক সমাজের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এদিকে ওমর ফারুক বেচুর বিরুদ্ধে,জোত মালীক,কাঠ ও বাঁশ ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনের পর মিথ্যাচার ও সম্মানহানিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে ওমর ফারুক বেচুর পক্ষ থেকে। রবিবার বিকাল ৪ টায় লামা প্রেস ক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, ২৮ সেপ্টেম্বর কাঠ ব্যবসায়ীরা আমাকে প্রাণ নাশের উদ্দেশ্যে মারধর করে,একই দিন লামা কলা বাজারে আমার ছেলেকে মারধর করে সন্ত্রাসীরা আমি এই ঘটনার বিচার চাই। এবং আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com