সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

নেত্রকোণা পৌরসভার সড়কে খানাখন্দ দুর্ভোগে পথচারীরা

নেত্রকোণা প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

নেত্রকোনা মডেল পৌরসভার বিভিন্ন সড়কে দুর্ভোগে পথচারীরা। জেলা শহরের চকপাড়া মোড় থেকে রাজুর বাজার মোড়। অগ্রণী ব্যাংক হতে ইসলামপুর মোড় পর্যন্ত রাস্তাটি ভেঙেচুরে খানাখন্দে পরিণত হয়েছে। ফলে একদিকে যেমন মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। তেমনি এক্সিডেন্ট হয়ে যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে।শহরের কোথাও না কোথাও প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এ থেকে রোগীরা কেউ কেউ সদর হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটির সংস্কার না হলে যখন-তখন দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পথচারীরা। এদিকে রাস্তাটির সংস্কার কাজ শুরু হয়েছে এবং তা দ্রুত সময়ে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। একটি মূল সড়কের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে নেত্রকোণা জেলা শহর। এই শহরের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ অংশ চকপাড়া মোড় থেকে রাজুর বাজার। এরাস্তা ধরেই পৌর এলাকার উত্তরাংশসহ চার উপজেলা ও পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার কয়েকটি উপজেলার মানুষ এই দিকদিয়ে যাতায়াত করে। কিন্তু রাস্তাটির অংশটুকু ভেঙে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে। কোথাও কোথাও আবার বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তাই দীর্ঘ যানজট লেগেই থাকে। আর এতে করে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। দুর্ঘটনার কবলেও পরতে হচ্ছে শিশু বৃদ্ধ সহ সাধারণ মানুষ। রাস্তায় ছোটবড় অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় গাড়ি উল্টে পথচারীরা শারিরিক ও অর্থনৈতিক ক্ষতির মুখে পরছে বলে জানিয়েছে পরিবহন শ্রমিকেরা। তাই দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। ইতিমধ্যে রাস্তাটি সংস্কারে ৩, কোটি ৮৫ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে ঠিকাদার নিয়োগ করা হয়েছে মেসার্স ভাটি বাংলা এন্টারপ্রাইজ,এর ঠিকাদার ইফতেখার উদ্দিন শাহিন, ৯৩০মিটার ৩কোটি ৮৫লক্ষ টাকা এগ্রিমেন্ট ২০জুলাই-জানুয়ারি, ডিসেম্বরের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন মোঃ হুমায়ুন কবীর, নির্বাহী প্রকৌশলী, নেত্রকোণা পৌরসভা। জনদুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ এই রাস্তাটির সংস্কার কাজ অনতিবিলম্বে সম্পন্ন করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা পৌর বাসীর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com