বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তির ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রবিবার (২৯শে সেপ্টেম্বর) বিকা।লে ফটিকছড়ির নাজিরহাটে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হেফাজাতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে হিন্দু সম্প্রদায় কটুক্তি করেই যাচ্ছে। ভারতের পুরোহিতদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার এখতিয়ার নেই। মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করে যে কথা বলেছেন, সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। অনতি বিলম্বে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় ভারত অভিমূখে লংমার্চ করা হবে। ইসলামী আইন বাস্তবতবায়ন কমিটি সভাপতি মাও আইয়ুব বাবুনগরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন, আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরী। হেফজাত নেতা আবু মাখনূন মোঃ আজিজের সঞ্চালনায় সমাবেশে বিশেষ বক্তা ছিলেন আল্লামা মুফতি মাহমুদ হাসান ভুজপুরী, মাওলানা শাহ ইমদাদুল্লাহ নানুপুরী, মুফতি কুতুবদ্দীন, শায়খ হোসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মাওলানা ইয়াহইয়া, মাও জুনায়েদ বিন জালাল, মুফতি খালেদ, মাও গোলাম রব্বানী ইসলামবাদী, মাওলানা কারী আবু সাঈদ, মাওলানা মুফতি ওসমান, মাওলানা শামসুল আলম, মাওলানা আনাস সোলতানী নানুপুরী, মাওলানা ইলিয়াস, মাওলানা জসিম উদদীন, মাওলানা শহিদুল্লাহ, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আব্দুর রহীম, মাওলানা ওসমান, মাওলানা মোজাহেরুল ইসলাম, মুফতি নোমান, মাওলানা হাফেজ মুজীব, মাওলানা মুফতি রহিম উল্লাহ শাহনগরী। মুফতি লোকমান, মাওলানা ইসমাঈল, মাওলানা মাহমুদ শাহ ধর্মপুরী, মাওলানা ইমদাদ, মাওলানা আজিজুর রহমান, মাওলানা আবু তালেব, মাওলানা দিদারুল আলম, মাওলানা আজম, মাওলানা নোমান, মুফতি রিয়াজুদ্দিন ধর্মপুরী, মাওলানা আতিকুল্লাহ। পরে একটি বিক্ষোভ মিছিল নাজিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।