মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন

টঙ্গীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ফ্ল্যাট বাসা দখলের অভিযোগ

বশির আলম টঙ্গী
  • আপডেট সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

গাজীপুরের টঙ্গী মোক্তারবাড়ি রোড এলাকায় কল্পনা ভিলা নামে একটি বহুতল ভবনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দুটি ফ্ল্যাট বাসা দখলের অভিযোগ পাওয়া গেছে রফিকুল ইসলাম গংদের বিরুদ্ধে। এসময় ফ্ল্যাট দুটিতে রক্ষিত আসবাবপত্রসহ মালামাল ভাংচুর ও লুটপাট করা হয়। এঘটনায় ওই ভবনের একাংশের মালিক মাজহারুল ইসলাম বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। ভূক্তভোগী মাজহারুল ইসলাম জানান, আমার বাবা হোসেন আলী মোক্তার গত ২০২০ সালে মারা যান। এরপর থেকে আমার বড় ভাই রফিকুল ইসলামের আমাদের পৈত্রিক সম্পত্তির উপর কুদৃষ্টি পড়ে। বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে বিভিন্ন সময় অন্যায়ভাবে আমার উপর হামলা-মামলা ও নাশকতামূলক কর্মকান্ড চালিয়ে আসছিলেন তিনি। এর ফলশ্রুতিতে আমার স্ত্রী আমাদের স্থাবর সম্পত্তি অবৈধ দখলদারিত্বের আশংকায় গত জুন মাসে গাজীপুর ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করেন। আদালত উক্ত মামলায় উভয়পক্ষের শান্তি শৃঙ্খলা রক্ষাসহ স্থিতাবস্থা বজায় রাখা এবং উক্ত নালিশী ভূমিতে নির্মাণ, ধ্বংস ও প্রবেশ করা হতে বিরত থাকার আদেশ দেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রফিকুল ইসলাম গং আরও বেপরোয়া হয়ে উঠে। একপর্যায়ে গত ৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রফিকুল ইসলাম, বরকত উল্লাহ, জহিরুল ইসলাম জনি, শাওন, আজিজুল হক, লুৎফর রহমানসহ ৩৫-৪০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসীদল জোরপূর্বক আমার বাসায় প্রবেশ করে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে। সন্ত্রাসীরা আমার নিজস্ব ভবনের দুইটি ফ্ল্যাটে অবৈধভাবে প্রবেশ করে দখলে নেয় এবং ব্যাপক লুটপাট-ভাংচুর চালায়। এসময় সন্ত্রাসীরা আমার ফ্ল্যাটের আসবাবপত্রসহ সবকিছু বাইরে ছুড়ে ফেলে দেয়। সন্ত্রাসীদের হুমকি ধমকিতে বর্তমানে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভোগছি। এঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছি। এব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এটা আমাদের পৈত্রিক সম্পত্তি। এখানে সে (মাজহার) যেমন ভাগ পাবে, আমিও তেমনি সম্পত্তির ভাগ পাব। আমি আমার ভাগের ফ্ল্যাট দখল করেছি। অন্য কারো ফ্ল্যাট দখল করিনি। এবিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, এঘটনায় ভোক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com