মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন

মহেশখালীতে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

কাইছার হামিদ মহেশখালী
  • আপডেট সময় সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

দ্বীপ মহেশখালী মহেশখালীতে সরকারী জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন মহেশখালী উপজেলা প্রশাসন। ২৯ শে সেপ্টেম্বর রবিবার বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা হোয়ানক ইউনিয়নের ধলঘাটপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজবীর হোসেনের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নৌ-বাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। সূত্র জানায়, গোরকঘাটা-কালারমারছড়া সড়কের পূর্বপাশে এডভোকেট আনছারুল করিমের নামে ৪৮৫ নং খতিয়ানে ০.৪ শতক মালিকানা জমির থাকার সত্ত্বেও তিনি প্রধান সড়ক পশ্চিমের সরকারি জায়গা দখল করে পাকা দোকানঘর নির্মাণে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নির্মাণাধীন স্থায়ী পাকা স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছবীর হোসেন জানান, ধলঘাটপাড়ায় সরকারি জায়গা দখল করে পার্শ্ববর্তী পানিরছড়া গ্রামের আনছারুল করিম নামে এক ব্যক্তি অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দোকানঘর উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে। নির্মাণসামগ্রী দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দিয়ে সরকারি জায়গায় কোন ধরণের স্থাপনা নির্মাণ না কারার ব্যাপারে সতর্ক করা হয়। সরকারী জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com