ময়মনসিংহের তারাকান্দায় “শেখ মুজিব” কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম,দূর্নীতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের চরপাড়ায় অবস্থিত শেখ মুজিব কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন সাম্প্রতিক সময়ে একটি হত্যার ঘটনাকে কেন্দ্র করে জনরুশ থেকে পুলিশি সহায়তায় উদ্ধার হয়ে উধাও হয়ে প্রায় তিন মাস ধরে পালিয়ে থাকার অভিযোগ তার বিরুদ্ধে। তিনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাওয়ায় ক্ষমতার জোর খাটিয়ে কলেজের পাশে খাস জমি দখল করে জামালগঞ্জ ও টর্চার সেল নামে একটি ঘর গড়ে তুলে। সেখানে মানুষকে ধরে এনে নির্যাতন করা হতো এমনটাই অভিযোগ এলাকাবাসীর। অভিযোগ রয়েছে স্কুল ও কলেজ স্থাপন করে মোটা অংকের নিয়োগ বাণিজ্য করেছে। এছাড়াও আরেকটি খুনের ঘটনায় এক নম্বর আসামি থাকলেও ক্ষমতার জুড়ে চার্জশিট থেকে নাম কর্তন করেন। তিনি আওয়ামীলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও তার ছেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হওয়ায় দাপট কাটিয়ে জামালগঞ্জ গড়ে তুলে মানুষকে নির্যাতন করতো। সাম্প্রতিক সময়ে খুন হওয়ায় আশপাশের এলাকাবাসী জেগে ওঠেছে এবং অধ্যক্ষকে আটক করে।পরে পুলিশের সহায়তায় থানায় এসে মুক্তি পায়। এরপর থেকে গা ঢাকা দিয়েছে এবং প্রতিষ্ঠানে অনুপস্থিত রয়েছে। সরজমিনে গেলে এর সত্যতা মিলে। স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান বলেন, তার ভাইকে রশি দিয়ে বেধে এই রুমে (জামালগঞ্জ ও টর্চার সেল) শারীরিক অত্যাচার নির্যাতন করে। জুবয়ের হাসান বলেন, তার কাছ থেকে ৯ লক্ষ টাকা ঘুষ নিয়ে অধ্যক্ষ জামাল উদ্দিন চাকরি দিয়েছে। গা ঢাকার পরও কলেজ থেকে বেতন ভাতা তোলার অভিযোগ তার বিরুদ্ধে। অধ্যক্ষের বেতন ভাতা বন্ধ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের জন্য এলাকাবাসি উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক পৃথক তার কার্যকলাপের উপর কয়েকটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।