শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
কালীগঞ্জে রাস্তার বেহাল দশা রাজনগরের পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান ছানা হত্যাকারী পিন্টু সুলতান গ্রেফতার সেনবাগ উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন দুই মাস পর কবর থেকে শফিকের লাশ উত্তোলন ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপির ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ ভোগান্তির শেষ কোথায় ব্রাহ্মণপাড়ায় রাস্তার উপর বাঁশের সাঁকো ৫০ হাজার মানুষের দুর্ভোগ চরমে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী হাসিনা খাদে পড়ে গেছে-গয়েশ্বর চন্দ্র রায় আলীকদমে সেনা জোনের পরিষ্কার পরিচ্ছনতা অভিযান ফটিকছড়িতে বাবা ভান্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা ফরিদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তার পদোন্নতি ও বদলি জনিত বিদায় সংবর্ধনা

যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থাকে বিএনপি: ডা. জাহিদ

সাইফুর রহমান:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

বিএনপি যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থাকার দল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, বিএনপি বন্যাদুর্গত অঞ্চলে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। গত মঙ্গলবার থেকে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধায় ত্রাণ দেয়া শুরু হয়েছে। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি
এসব কথা বলেন। বিএনপি দক্ষিণাঞ্চলের বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছে জানিয়ে জাহিদ হোসেন বলেন, কৃষিকে সেখানে পুনর্বাসনের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে। এর অংশ হিসেবে ধানের চারা সরবরাহ করা হয়েছে। এরপরে শিক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছে। ৫টি জেলায় শিক্ষা সামগ্রী বিতরণের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১০ হাজার শিক্ষা সামগ্রী বুধবার পাঠানো হয়েছে। এখন মেডিকেল ক্যাম্প চলছে। আর বন্যার্তদের জন্য ২০ কোটি টাকার অধিক সহায়তা পাওয়া গেছে। সে সঙ্গে খাদ্যদ্রব্যও পাঠিয়েছেন অনেকে।
তিনি বলেন, বিএনপি সব সময় মানুষের পাশে থাকার দল। শুধু বন্যার্ত মানুষের পাশে নয়। যেকোন প্রয়োজনে, দেশের মানুষকে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নেই। বিএনপি সেই দল, যে দল জনগণের পাশে থাকে। যে দলের নেত্রী কোন অবস্থাতেই দেশের জনগণকে রেখে বাইরে চলে যাননি। ইতিহাস তার সাক্ষী।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com