শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:১৬ পূর্বাহ্ন

দেশে এখনো ভীতি ও আস্থাহীনতার অবস্থা বিদ্যমান-ড. দেবপ্রিয় ভট্টাচার্য

সিলেট ব্যুরো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সিলেটে অংশীজনের কথা শুনলো আর্থিক খাতের শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য নিজে উপস্থিত থেকে শুনলেন মতামত, শুনালেন আশা। বুধবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সভায় সিলেটের বিভিন্ন সেক্টরের ৩০০ অংশীজন অংশ নেন ও ৩০ জন নিজেদের মতামত তুলে ধরেন। ব্যয়বহুল প্রকল্পের অবহেলা, চা, পর্যটন, মৎস্য, কৃষি, যোগাযোগ, রেমিটেন্সসহ বিভিন্ন অর্থনৈতিক খাতের দুর্নীতি, অবহেলা ও উন্নয়নবঞ্চনা নিয়ে কথা বলেন অংশীজনরা। অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘দেশে এখনও ভীতি ও আস্থাহীনতার অবস্থা বিদ্যমান। বাংলাদেশে কীভাবে সরকারি কর্মচারীরা ব্যবসায়ী হয়ে গেলেন, ব্যবসায়ীরা কীভাবে রাজনীতিবিদ হয়েছেন, রাজনীতিবিদরা কীভাবে ক্রমান্বয়ে ব্যবসায়ী হয়েছেন এই বিষয়টা কৌতূহলী আলোচনা হয়েছে। বর্তমান সরকার ও শ্বেতপত্র প্রণয়ন কমিটি এ অবস্থার পরিবর্তন কামনা করে এবং এ লক্ষেই কাজ করছে। অর্থনৈতিক অবস্থার সংস্কারে এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক এ কে এনামুল হক সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও ডিন, অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ফেরদৌস আর বেগম সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও সিইও, বিজনেস ইনশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড), ড. ইমরান মতিন সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও নির্বাহী পরিচালক, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট, ড. কাজী ইকবাল সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও গবেষণা পরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ড. ম তামিম সদস্য, শ্বেতপত্র প্রণয়ন কমিটি ও অধ্যাপক বুয়েট প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com