বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় বলেন, ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী হাসিনা খাদে পড়ে গেছে। বিএনপি বিগত দিনে বহু আন্দোলন সংগ্রাম করেও স্বৈরাচারী হাসিনাকে পতন করতে পারিনি, গুম হত্যা মামলা দিয়ে বিএনপির লোকজনকে হয়রানি করে বাসা ঘুমাইতে দেন নি। ছাত্র জনতা আন্দোলনে তাকে অবশেষে পালাতে হয়েছে দেশ ছেড়ে। তিনি আরো বলেন স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যারা বিএনপির ও জনগণের দোকানপাট ব্যবসা-বাণিজ্য কেড়ে নিয়েছেন, তাদের সসম্মানে বলছি তাদের হাতে দোকানের চাবি ও ব্যবসা-বাণিজ্য ফিরিয়ে দেওয়ার জন্য। যদি সসম্মানে ব্যবসা-বাণিজ্য বুঝিয়ে না দেন হলে, প্রশাসনের সহযোগিতায় আপনাদেরকে ধরা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কেরাণীগঞ্জের খেজুরবাগ ৬নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অংঙ্গ সংগঠন এর সৌজন্যে মোঃ মোখলেছুর রহমান রিপনের সভাপতিত্বে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও জন সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিপূণ রায় চৌধুরী। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জের প্রবীন বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুলতান নাসের, দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দক্ষিণ থানা যুবদলের সভাপতি এডভোকেট মোকাররম হোসেন সাজ্জাদ, বিএনপি নেতা ঈশা খা, মোহাম্মদ মোস্তাক হোসেন, মোশারফ মেম্বার, মো. আমিনুল ইসলাম আমিন, মো. ইামাম আয়তুল্লাহ মেকিন, আলাউদ্দিন বাহাদুর, শহিদুল হক কোহিনুর, মিজানুর রহমান তুহিন, রুহুল আমিন, টিটু, জাফর খান রুপন, মো. শামীম মহিলা নেত্বি নারগিস বেগম, আয়সা বেগম প্রমূখ।