প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ফুলপুরে বন্যার ব্যাপক অবনতি হচ্ছে। গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে বাড়িঘর তলিয়ে যাচ্ছে। ছনধরা ইউনিয়নের চিকনা গ্রাম থেকে শাশুড়িকে উদ্ধার করতে এসে উজ্জল মিয়া(৩৫) নামে এক জামাতা বন্যার ¯্রােতে ভেসে গেছেন। তিনি পাশ^বর্তি নকলা উপজেলার জালালপুর গ্রামের আমজত আলীর পুত্র। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল চেষ্টা করেও লাশের সন্ধান পায়নি। এরই মাঝে উপজেলার ছনধরা, সিংহেশ^র ও ফুলপুর ইউনিয়নের গ্রামগুলো পানিতে তলিয়ে গেছে। এছাড়া রূপসী, বালিয়া ও বওলা ইউনিয়নের অনেক গ্রাম তলিয়ে যাচ্ছে। এসব এলাকার আমন ফসল, সবাজি খেত ও ফিসারি তলিয়ে কৃষকরা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছেন।